কলকাতা: গত ৫ অগাস্ট ৫৫ বছর বয়সে মৃত্যু হয়েছিল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ গ্রাহাম থর্পের (Graham Thorpe)। সে সময় মৃত্যুর কারণ জানা যায়নি। থর্পের স্ত্রী আমান্ডা (Amanda Thorpe) এবার জানালেন, মানসিক অবসাদ এবং উদ্বেগে ভুগছিলেন থর্প, তিনি আত্মহত্যা করেছেন।
২০২২ সাল থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার। সে কারণে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেন তিনি। স্ত্রী আমান্ডা ছাড়া দুই মেয়ে কিটি (২২) এবং এমাকে (১৯) রেখে গিয়েছেন থর্প।
আরও পড়ুন: ‘অবসর’ নিল লাবুশেনের বিশ্বকাপ ফাইনাল জেতানো ব্যাট
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থর্পের স্ত্রী বলেন, “আমি এবং আমাদের দুই মেয়ে গ্রাহামকে ভালবাসতাম, কিন্তু তাতেও ও ভালো হয়ে ওঠেনি। সম্প্রতি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে ওর মনে হয়েছিল ওকে ছাড়া আমরা ভালো থাকব। আমরা মানসিকভাবে বিধ্বস্ত কারণ ও সেটাই বিশ্বাস করেছে এবং নিজের প্রাণ নিয়েছে। শেষ দুই বছরে বড় রকমের হতাশা এবং উদ্বেগে ভুগছিল গ্রাহাম।”
আমান্ডা এও জানিয়েছেন, ২০২২ সালেও একবার আত্মহননের চেষ্টা করেছিলেন থর্প। তার জেরে বেশ কিছুদিন আইসিইউতে ভর্তি ছিলেন। এরপর পুরনো হাসিখুশি থর্পকে সামান্য ফিরে পাওয়া গেলেও ফের অবসাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে সুস্থ করে তোলার যাবতীয় চেষ্টা করে ব্যর্থ হন। দুঃখপ্রকাশ করে তাঁর স্ত্রী আমান্ডা বলেছেন, “মাঠে দৃঢ় মানসিকতার মানুষ হিসেবে পরিচিতি ছিল গ্রাহামের, শারীরিকভাবেও সুস্থই ছিল। কিন্তু মানসিক অসুস্থতা সত্যিকারের রোগ এবং যে কোনও মানুষের ক্ষতি করতে পারে।”
দেখুন অন্য খবর: