কলকাতা: শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডের (Adelaide) মাঠে গোলাপি বলে খেলা হবে দিন-রাতের টেস্ট। এই মাঠেই ২০২০ সালের ডিসেম্বর মাসে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। সেটাও ছিল গোলাপি বলের টেস্ট।
লাল বলের তুলনায় গোলাপি বল বেশিক্ষণ ঔজ্জ্বল্য ধরে রাখে, ফলে সুইং হয় বেশিক্ষণ যা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। এর উপর পিচে ঘাস থাকলে ব্যাট করা আরও কঠিন হয়ে যায়। অ্যাডিলেডের পিচ কিউরেটর ডেমিয়েন হাউ (Damian Hough) জানিয়েছেন, পিচে ঘাস থাকবে ম্যাটের মতো যা শক্ত এবং শুকনো। যাতে পেসাররা যতটা সম্ভব গতি এবং বাউন্স আদায় করতে পারেন।
আরও পড়ুন: আর্সেনালের বিরুদ্ধে ম্যান ইউ কোচের আসল পরীক্ষা
তবে অ্যাডিলেডের পিচে সবার জন্যই কিছু থাকবে বলে জানিয়েছেন হাউ। পুরো ম্যাচ জুড়েই সাহায্য পাবেন পেসাররা, নৈশালোকে সুবিধা পেতে পারেন স্পিনাররা। আবার বল একটু পুরনো হয়ে গেলে, পার্টনারশিপ গড়তে পারলে ব্যাটাররা রান করতে পারবেন। কিউরেটর এও জানিয়েছেন, পিচ নিয়ে কোনও দলের অধিনায়কের সঙ্গেই কথা হয়নি তাঁর।
প্রসঙ্গত, টেস্ট খেলিয়ে ১০টি দেশই গোলাপি বলে খেলেছে। কারও রেকর্ড ভালো, কারও ভালো নয়। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্টে সবথেকে সফল দেশ। এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে তারা, জিতেছে ১১টি এবং হেরেছে একটি। অজিদের জয় ৯১.৬৭ শতাংশ। দ্বিতীয় স্থানেই আছে ভারত। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা গোলাপি বলে মাত্র চারটি টেস্ট খেলেছেন। চারটের মধ্যে ভারত জিতেছে তিনটি, হেরেছে একটি।
দেখুন অন্য খবর: