
কলকাতা: পার্থ টেস্টে (Perth Test) অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। রানের বিচারে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের সবথেকে বড় জয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তিন বিভাগেই পর্যুদস্ত হয়েছেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। এই হারের পরে বড় মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। এই জঘন্য পারফরম্যান্সের জন্য দেশের ক্রিকেট পরিকাঠামোকে দোষারোপ করলেন তিনি। একই সঙ্গে ভূয়সী প্রশংসা করলেন বিসিসিআই এবং রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)।
ভারতের প্রাক্তন হেড কোচের মতে, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সিস্টেমের ফলেই তরুণ প্রতিভা বিকশিত হতে পারছে না। অন্যদিকে বিসিসিআইয়ের (BCCI) পরিকাঠামো এতটাই ভালো যে ভারতের ক্রিকেটাররা তরুণ বয়সেই সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য তৈরি হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: নিলাম দেখে কেঁদে ফেলেন সিরাজ, সান্ত্বনা ‘দাদা’ কোহলির
চ্যাপেল বলেন, “ভারতের সিস্টেম দ্রাবিড়ের নেতৃত্বে তরুণদের দীর্ঘতর ফর্ম্যাটের প্রতি জোর দেয়। এই ফোকাসের কারণে তারা এই খেলার আটঘাট শিখে যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিস্টেমে তরুণরা বেশি সুযোগ পায় না, কারণ প্রতিযোগিতামূলক ক্রিকেটের থেকে জোর বেশি দেওয়া হয় স্কুলে।”
চ্যাপেল আরও বলেন, “ভারতের ক্রিকেটাররা কম বয়সেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে পা রাখে। বিজয় হাজারে, কুচবিহার ট্রফিরতে চাপের পরিস্থিতির মুখোমুখি হয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার আগেই তারা দক্ষতা রপ্ত করে ফেলে, লক্ষ্য সেটা করা ও তাড়া করা, ফিল্ডিং সাজানো, উচ্চমানের স্পিন খেলায় পারদর্শী হয়ে ওঠে। তখন মনে হয় বাচ্চাদের বিরুদ্ধে বড়রা খেলছে।”
দেখুন অন্য খবর: