স্পোর্টস ডেস্ক: ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) সমুচিত জবাব দিলেন ডি গুকেশ (D Gukesh)। কিছুদিন আগেই ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে (Grand Master) ‘দুর্বলতর’ বলেছিলেন কার্লসেন। সেই ‘দুর্বল’ প্রতিপক্ষই কালো ঘঁটি নিয়ে মাত করে দিয়েছেন নরওয়ের বিশ্বসেরা দাবাড়ুকে। কথার জবাব দাবার বোর্ডেই দিলেন গুকেশ।
গ্র্যান্ড চেস ট্যুরের (Grand Chess Tour) অন্তর্গত সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিটজ ক্রোয়েশিয়া প্রতিযোগিতায় এটা কার্লসেনের বিরুদ্ধে ১৮ বছর বয়সি গুকেশের টানা দ্বিতীয় জয়। এই জয়ের পর ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।
আরও পড়ুন: গিলের এক ইনিংসে পিছিয়ে গেলেন কোহলি, দ্রাবিড়, শচীন, সানি!
কিছুদিন আগে ক্লাসিক্যাল দাবায় গুকেশের কাছে হেরে রাগের চোটে টেবিলে সজোরে চড় মেরে বসেছিলেন নরওয়েইজিয়ান। এবার জাগ্রেবে র্যাপিড দাবায় হেরে গিয়ে অবশ্য তেমন প্রতিক্রিয়া দেননি। গুকেশ বরাবরের মতোই ছিল শান্ত, সংহত, আরও একবার কার্লসেনকে মাত করলেন তিনি।
এ সপ্তাহের গোড়াতেই ভারতীয় দাবাড়ুকে ‘সম্ভবত দুর্বলতর’ বলে মন্তব্য করেছিলেন কার্লসেন। তা নিয়ে দাবা মহলে শোরগোল পড়ে যায়। বিশেষ করে কিছুদিন আগেই নরওয়ে তো ওই হারের পড়ে এমন মন্তব্যে আরও জল্পনা ছড়ায়। মনোস্তাত্ত্বিক চাপ দেওয়ার চেষ্টা যদি হয় তাহলে তা ব্যর্থ হয়েছে। সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন কার্লসেন। গুকেশের ঠান্ডা মাথার সামনে ৪৯ দানের পর হার স্বীকার করে নেন তিনি।
দেখুন অন্য খবর: