কলকাতা: চ্যাম্পিয়ন দলের মতোই প্রিমিয়ার লিগ (Premier League) অভিযান শুরু করল টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester United)। পরপর দুই মরসুমে সর্বোচ্চ গোলদাতা এর্লিং ব্রট হালান্ড (Erling Haaland) প্রথম ম্যাচেই গোল পেলেন। নতুন হেড কোচ এনজো মারেস্কার (Enzo Maresca) অধীনের ২-০ হেরে শুরু করল চেলসি। চেলসির প্রাক্তন মিডফিল্ডার মাতেও কোভাচিচ (Mateo Kovacic) করলেন ম্যাচের দ্বিতীয় গোল। এবং পুরনো ক্লাবের প্রতি সম্মান প্রদর্শন করে কোনও সেলিব্রেশন করলেন না।
এই হল রবিবার রাতের চেলসি বনাম ম্যান সিটি ম্যাচের সারসংক্ষেপ। তবে এতে অনেক কিছুই ধরা পড়ছে না। যেমন ম্যাচের শুরুতে সিটির দখল ছিল, ১৮ মিনিটে প্রথম সুযোগেই খাতা খোলেন হালান্ড। সে সময় আরও এগিয়ে যেতে পারত সিটি। বাঁচিয়ে দেন চেলসি গোলকিপার রবার্ট সাঞ্চেজ।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে খোলা চিঠি দিয়ে প্রতিবাদ হরভজনের
Man City begin their Premier League title defence with a win 💫#CHEMCI | #TheKickOff pic.twitter.com/zj39M1xMhl
— Premier League (@premierleague) August 18, 2024
তবে প্রথম হাফেই ম্যাচে ফেরে চেলসি। এমনকী গোলও করে ফেলেছিল তারা। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে কোল পামারের শট চাঁচান এডেরসন। ফিরতি বল গোলে ঠেলে দেন জ্যাকসন, কিন্তু একচুলের জন্য অফসাইড হয়ে যান তিনি এবং গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই চলে। একাধিকবার গোলের সুযোগ তৈরি করে চেলসি, কিন্তু কখনও এডেরসনের দক্ষতা, কখন চেলসি ফরোয়ার্ডের লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে গোল হয়নি। বরং ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ২-০ করেন কোভাচিচ। তারপর চেলসির ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়।
দেখুন অন্য খবর: