কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরেই অবসর ঘোষণা করে দিয়েছেন তিনি। অশ্বিনের পূর্বসূরি হরভজন সিং (Harbhajan Singh) কিন্তু এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। সিরিজের মাঝপথে কেন অবসর নিলেন ‘অ্যাশ’ তা বুঝতে পারছেন না ‘ভাজ্জি’।
হরভজন বললেন, “যখন শুনলাম, অবাকই লাগল কারণ সিরিজের মাঝপথে অবসর নেওয়ার সিদ্ধান্ত আমার বোধগম্যতার অতীত। ও হয়তো মেলবোর্ন এবং সিডনিতে খেলার সুযোগ পেত, সম্প্রতি অ্যাডিলেড তো খেলছিল। তাই আমি জানি না এত তাড়া কীসের ছিল, এবং এই সিদ্ধান্তের নেপথ্যে কী ভাবনাচিন্তা ছিল।”
আরও পড়ুন: অশ্বিনকে শ্রদ্ধা জানালেন প্রতিপক্ষ শিবিরের স্পিনার
টার্বুনেটর আরও বলেন, “যদি এটা অশ্বিনের সিদ্ধান্ত হয় তবে আমি ওকে বলতে চাই, ওর কেরিয়ার ছিল দুর্দান্ত। প্রচুর উইকেট নিয়েছেন এবং দেশের হয়ে অনেক ম্যাচ এবং সিরিজ জিতেছেন। ভারতের স্পিন পরম্পরাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। আরেকটি দুর্দান্ত কেরিয়ার আজ শেষ হল এবং আগামীতে যা করবে তার জন্য আমি শুভকামনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, ব্রিসবেন টেস্ট (Brisbane Test) ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। তখনও বোঝা যায়নি, এত বড় সিদ্ধান্তের কথা জানাবেন। অফস্পিনার বলেন, “আমি বেশি সময় নেব না, আজ ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন… আমার মধ্যে এখনও কিছুটা পাঞ্চ বাকি আছে, তবে তা আমি ক্লাব ক্রিকেটে দেখাতে চাই।”
দেখুন অন্য খবর: