কলকাতা: ঠিক তিন মাস আগের কথা। ১৪০ কোটি ভারতবাসীর চোখে এক নম্বর ‘ভিলেন’ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক করা, রোহিতকে হার্দিকের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠানো, নিজের জঘন্য পারফরম্যান্স, মাঠে তাঁর প্রতি হাজার হাজার জনতার বিদ্রুপ। কী সময় যে গিয়েছে। আর আজ বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। টি২০ বিশ্বকাপে এমনই ছাপ ফেলেছেন যে আইসিসির টি২০ ক্রমতালিকায় (ICC T20 Ranking) এক নম্বর অলরাউন্ডারের তকমা পেলেন হার্দিক।
দুই ধাপ লাফিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে (Wanindu Hasaranga) সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় অলরাউন্ডার। তবে দু’জনেরই পয়েন্ট ২২২। ভারতীয় দলের ভারসাম্য রক্ষা করেন হার্দিক। স্লগ ওভারে যেমন বড় শট মারতে পারেন, ডেথ ওভারে উইকেটও তুলতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ১৩ বলে ২৩ ভারতকে ১৭০ পার করেছিল। আর ফাইনালে তিনি বল হাতে যা করেছেন তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে চিরকাল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ট্রফি নিয়ে বাস প্যারেড, কী কী করবেন বিশ্বজয়ীরা?
একাই প্রায় ম্যাচ নিয়ে চলে যাওয়া হেনরিখ ক্লাসেনকে প্রথমে প্যাভিলিয়নে ফেরালেন। আর এক ভয়ঙ্কর ব্যাটার ডেভিড মিলারকে আউট করলেন অন্তিম ওভারের প্রথম বলে। মিলারকে ফেরানোর জন্য অবশ্য সূর্যকুমার যাদবকে ধন্যবাদ দেবেন হার্দিক। যাই হোক, ৬ বলে ১৬ করলে দক্ষিণ আফ্রিকা জিতবে, সেখান থেকে হার্দিকের বোলিংয়ে ৭ রানে জেতে ভারত।
ম্যাচের পর সমস্ত আবেগ চোখের জল হয়ে বেরিয়ে পড়েছিল তাঁর। দু’ তিন মাস আগে কী কঠিন সময় গিয়েছে তাঁর। তা সত্ত্বেও কোথাও কোনও বেফাঁস মন্তব্য, অভিমানী উক্তি করেননি। ঠান্ডা মাথায় সবটা হজম করেছেন। বিশ্বজয়ী হয়ে সবটা বেরিয়ে পড়ল চোখের অল হয়ে। এই বিশ্বকাপে আট ম্যাচে ৪৮ গড় এবং ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন হার্দিক। বল হাতে ১৭.৩৬ গড় এবং ৭.৬৪ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন।
দেখুন অন্য খবর: