skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollজোড়া গোলে শততম ম্যাচ স্মরণীয় করলেন হ্যারি কেন
UEFA Nations League

জোড়া গোলে শততম ম্যাচ স্মরণীয় করলেন হ্যারি কেন

১০০ ম্যাচে কেনের ৬৮টি গোল হয়ে গেল

Follow Us :

কলকাতা: ইংল্যান্ড (England) জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন হ্যারি কেন (Harry Kane)। উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে করলেন জোড়া গোল, ইংল্যান্ড জিতল ২-০। ম্যাচ শুরুর আগে কেনের হাতে শততম ম্যাচের স্মারক হিসেবে সোনালি টুপি তুলে দেন দুই প্রাক্তন তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (Frank Lampard) এবং অ্যাশলে কোল (Ashley Cole)।

এদিন সোনালি বুট পরে খেলতে নেমেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই বুট থেকেই দ্বিতীয়ার্ধে এল দুটি গোল। প্রথমার্ধে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন ফিনল্যান্ডের গোলরক্ষক তথা অধিনায়ক লুকাস রাদেকি। কিন্তু দ্বিতীয়ার্ধে কেনকে আর রোখা সম্ভব হয়নি। ৫৭ এবং ৭৬ মিনিটে দুটি জোরালো শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন। ১০০ ম্যাচে কেনের ৬৮টি গোল হয়ে গেল।

আরও পড়ুন: আনোয়ারের নির্বাসন নিয়ে মুখ খুলল ইস্টবেঙ্গল

 

ম্যাচের আগের দিনই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ইংল্যান্ড জার্সিতে ১০০ গোল করা। তিনি বলেছেন, “কেউ কেউ বলবে যে এই লক্ষ্য অবাস্তব। কিন্তু ৭০-৮০ গোলেই সন্তুষ্ট থাকার থেকে অবাস্তব কোনও কিছুর পিছনে ছুটে তা পূর্ণ করতে না পারা আমার কাছে শ্রেয়।”

মঙ্গলবার রাতে দলে কয়েকটি বদল ঘটিয়েছিলেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি (Lee Carsley)। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium) এটি ছিল তাঁর প্রথম ম্যাচ। প্রথম থেকে সুযোগ পান তরুণ নিকো লুইস এবং অ্যাঞ্জেল গোমেজ। দুজনেই নজর কেড়েছেন। তবে আয়ারল্যান্ড ম্যাচের পর এই খেলাতেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। সাউথগেটের আমলে উপেক্ষিত হলেও কার্সলি জমানায় থ্রি লায়ন্সের রাইট ব্যাক তিনিই।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular