কলকাতা: মঙ্গলবার রাতে (ভারতীয় সময়ে বুধবার) ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium) ফিনল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ম্যাচ খেলবে ইংল্যান্ড (England)। অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) জন্য দিনটা স্পেশ্যাল, কারণ থ্রি লায়ন্স জার্সিতে এটা তাঁর শততম ম্যাচ। বিশেষ দিন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির (Lee Carsley) জন্যও, কারণ ঘরের মাঠে এটা তাঁর প্রথম ম্যাচ।
দশম ইংরেজ হিসেবে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে চলেছেন কেন। ১২৫ ম্যাচ খেলে সবার আগে কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টন (Peter Shilton)। ১২০ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ওয়েন রুনি (Wayne Rooney), যিনি আউটফিল্ড প্লেয়ার হিসেবে ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি খেলেছেন।
আরও পড়ুন: নতুন শুরুর ডাক বিধানসভা নির্বাচনে প্রার্থী বিনেশের
মাইলস্টোন ম্যাচের আগের দিন কেন বলেন, ১০০টি ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন সেরারা। আমি নিশ্চিত, অবসর নেওয়ার পর আমি আজকের দিনটার কথা ভেবে গর্ববোধ করব।
“I’m excited to be back at Wembley and I just hope it will be a special night all around with a win.” ✨@HKane speaks ahead of earning his 100th #ThreeLions cap… pic.twitter.com/aP3kEtTSCJ
— England (@England) September 9, 2024
৯৯ ম্যাচে ৬৬ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা কেন। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জানিয়েছেন, তাঁর লক্ষ্য ইংল্যান্ড জার্সিতে ১০০ গোল করা। তিনি বলেছেন, কেউ কেউ বলবে যে এই লক্ষ্য অবাস্তব। কিন্তু ৭০-৮০ গোলেই সন্তুষ্ট থাকার থেকে অবাস্তব কোনও কিছুর পিছনে ছুটে তা পূর্ণ করতে না পারা আমার কাছে শ্রেয়।
প্রসঙ্গত, নেশনস লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২-০ হারিয়েছে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর কার্সলি কী করেন সেদিকে নজর ছিল সবার। প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। দুই গোল দেওয়া ছাড়াও ইংল্যান্ডের খেলায় বাড়তি ধার লক্ষ করা গিয়েছে।
দেখুন অন্য খবর: