কলকাতা: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) মন ভেঙেছিল বিনেশ ফোগটের (Vinesh Phogat)। ফাইনালে উঠেও প্রতিযোগিতা থেকে বাতিল হতে হয় তাঁকে। গভীর মনোকষ্টে কুস্তি থেকে অবসরই নিয়ে ফেলেন তিনি। অলিম্পিক্সে সোনা জিততে না পারলেও দেশের মানুষের কাছে তিনি সোনার মেয়ে। দেশে ফেরার সময় বিমানবন্দরে তাঁকে নিয়ে যে আবেগ দেখা গিয়েছে, তাতে আপ্লুত হয়েছেন বিনেশ নিজেও। তবে আবেগের বহিঃপ্রকাশ শেষ হয়নি।
হরিয়ানার খাপ পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে, বিনেশকে অলিম্পিক্সের মতোই এক সোনার পদক দেওয়া হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর, সাঙ্গোয়ানের খাপ পঞ্চায়ের প্রেসিডেন্ট এবং নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গোয়ান (Sombir Sangwan) বিনেশকে সোনার মেডেল দিতে চলেছেন। তিনি বলেন, “অলিম্পিক্সে পদকজয়ীদের যেমন পদক দেওয়া হয় আমরা ওরকমই একটি পদক সোনা দিয়ে বানাব, যার ওজন ৫০ গ্রাম কিংবা ১০০ গ্রাম হবে।”
আরও পড়ুন: রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে ২৪ ঘণ্টায় ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার!
বিধায়ক আরও বলেন, “১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় যেভাবে বিনেশকে যেভাবে বাতিল করা হয়েছিল তা মেনে নেওয়া যায় না। কোনও সন্দেহ নেই, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তবে অলিম্পিক্সে তিন ম্যাচ জিতে দেশের কোটি কোটি মানুষের মন জিতেছেন বিনেশ। সে কারণেই প্রত্যেক ভারতীয় তাঁকে সোনার পদক জয়ীর সম্মান দিচ্ছে।”
প্রসঙ্গত, ক্রীড়া দুনিয়ার আদালতে দুটি আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির। একটি ফাইনালে খেলতে দেওয়ার জন্য এবং অন্যটি যুগ্মভাবে রুপোর পদক পাওয়ার জন্য। প্রথম আবেদন তৎক্ষণাৎ নাকচ হয়ে যায়। দ্বিতীয় আবেদনও পরে বাতিল করে দেয় কোর্ট অফ আরবিট্রেশন।
দেখুন অন্য খবর: