কলকাতা: প্রথমার্ধে দুই গোল খেয়ে গেলে যে কোনও দল চাপে পড়ে যায়। সেখান থেকে জিতলে অঘটন বলা হয়। কিন্তু রিয়াল মাদ্রিদের (Real Madrid) ক্ষেত্রে অঘটন বলা যায় না। রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা, এই টুর্নামেন্টে তারা যা ইচ্ছে তাই করতে পারে। যেমন মঙ্গলবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে ৫-২ জিতল রিয়াল। হ্যাটট্রিক করলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)।
ব্যালন ডো’র পুরস্কারের সম্ভাব্য বিজেতা হিসেবে মনে করা হচ্ছে ভিনিসিয়াসকে। এদিন যা খেলা দেখালেন, তাতে এটুকু পরিষ্কার, এ বছর না জিতলেও একবার না একবার জিতবেনই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। রিয়ালের বাকি দুই গোলদাতা অ্যান্টনিও রুডিগার এবং লুকাস ভাসকেজ।
আরও পড়ুন: হারের ডাবল হ্যাটট্রিক, শূন্যেই ঝুলে রইল ইস্টবেঙ্গল
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার (Aston Villa) জয়যাত্রা চলছেই। চার দশকেরও বেশি সময় পর ইউরোপ সেরার টুর্নামেন্টে খেলছে ইংল্যান্ডের ক্লাব। এদিন বোলোনাকে ২-০ হারিয়ে লিগ ফেজের তিন ম্যাচ পরে নয় পয়েন্ট নিয়ে তারাই শীর্ষস্থানে। উনাই এমেরির ভিলা জিতেছে তিনটি ম্যাচই। এই টুর্নামেন্টে এখনও গোল হজম করেনি তারা।
মঙ্গলবারের অন্য ম্যাচে শাখতার ডোনেতস্ককে ১-০ হারাল আর্সেনাল। ম্যাচ জিতলেও কোচ মিকেল আর্তেতার মাথাব্যথা আরও বাড়ল। কারণ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন লেফট ব্যাক রিকার্ডো কালাফিয়োরি। এ মরসুমে আগে থেকেই চোটে জর্জরিত আর্সেনাল, অধিনায়ক মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারা মাঠের বাইরে। প্রিমিয়ার লিগের দৌড়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছে গানাররা।
দেখুন অন্য খবর: