কলকাতা: টি২০ ফর্ম্যাটে ভারতীয় দলে এক নতুন জুটির আবির্ভাব ঘটেছে। হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে নিবিড় যোগাযোগ যে কোনও সফল দলের ইউএসপি। সূর্য জানিয়ে দিলেন, গম্ভীরের সঙ্গে তাঁর যোগাযোগ ‘স্পেশ্যাল’। মুখে বলতে হয় না, শরীরী ভাষাতেই পরস্পরকে বুঝে নিতে পারেন তাঁরা।
স্কাই বলেন, “আমাদের বন্ড বরাবরই স্পেশ্যাল। ২০১৪ থেকে আজ, ঠিক ১০ বছর। ২০১৮ সালে আমি অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিই, উনি অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। কিন্তু আমরা খেলা নিয়ে রোজই কথা বলতাম… এই যোগাযোগ সবসময় স্পেশ্যাল। তিনি আমার শরীরী ভাষা বোঝেন, যখন আমি তাঁর শরীরী ভাষা দেখি, আমি বুঝে যাই তিনি কী বলতে চাইছেন। তিনিও বুঝে যান আমি কী বলতে চাই।”
আরও পড়ুন: রিয়ালের প্রস্তুতিতে অনুপস্থিত এমবাপে-বেলিংহ্যাম!
Hey you fielding drill – How so fun 😄😎
Quite a vibe in the group in this fun session at Kandy 🤙#TeamIndia | #SLvIND pic.twitter.com/nIaBOnM8Wy
— BCCI (@BCCI) July 26, 2024
সূর্য আরও বলেন, “যখন আমি কিছুই বলি না, তখনও তিনি বুঝে ফেলেন, এবং উল্টো ক্ষেত্রেও তাই। তাই কোচ এবং অধিনায়কের মধ্যে এই বন্ড স্পেশ্যাল। আগামীর জার্নি নিয়ে আমি মুখিয়ে আছি।”
অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে অনেকেরই ব্যক্তিগত পারফরম্যান্সে প্রভাব পড়ে। অনেকের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। কিন্তু ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি জানিয়েছেন, তাঁর ক্ষেত্রে এমন কিছু হবে না। সূর্য বলেন, “আমার ব্যাটিংয়ের ধরন বদলাবে না। চাপ সবসময়ই থাকে, সেটা ছাড়া খেলার কোনও মজাই নেই। আমি এতদিন যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলব।”
দেখুন অন্য খবর: