কলকাতা: আট বছর দায়িত্বে থাকার পর ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ইউরো কাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে ২-১ হারের ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারপরেই জল্পনা শুরু হয়েছে, ইংল্যান্ড কোচের হটসিটে এবার কে বসতে চলেছেন।
নাম উঠে আসছে বেশ কিছু, গ্রাহাম পটার, এডি হাউ, মরিসিও পচেত্তিনোর মতো ম্যানেজারের নাম। তবে সবথেকে বেশি আলোচনা চলছে দুই তারকা কোচকে নিয়ে, পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) এবং জুর্গেন ক্লপ (Jurgen Klopp)। একাধিক ফুটবল বিশেষজ্ঞের দাবি, ইংল্যান্ডের জাতীয় দলকে কাপ জিততে হলে এই দুজনের একজনকে প্রয়োজন।
আরও পড়ুন: হুবহু বুমরা! খুদে পাকিস্তানির বোলিংয়ে অবাক আক্রম
এই মরসুমের শেষ লিভারপুলের (Liverpool FC) দায়িত্ব ছেড়েছেন ক্লপ। তিনি এখন ফাঁকা, যদিও জার্মান ম্যানেজার জানিয়েছিলেন, আপাতত কিছুদিন ‘কর্মহীন’ থাকতে চান। তা সত্ত্বেও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) নিশ্চয়ই রাজি করানোর চেষ্টা করবেন। বহু বছর ধরে ট্রফিহীন থাকা লিভারপুলকে তিনি এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ। দলটিকে ফের ইউরোপের অন্যতম সেরা করে তুলেছিলেন।
শোনা যাচ্ছে, এফএ-র পছন্দের তালিকার সবার উপরে ম্যান সিটির (Man City) ম্যানেজার গুয়ার্দিওলা। একটা মাঝারি মানের দলকে ইউরোপের সবথেকে ভয়ঙ্কর করে তুলেছেন তিনি। তাতে মালিক পক্ষের আর্থিক অবদানের কথা অস্বীকার করা যায় না ঠিকই, কিন্তু গুয়ার্দিওলার ফুটবল মস্তিষ্ক নিয়েও প্রশ্ন তোলা যায় না। এত বছর ইংল্যান্ডে আছেন, ইংলিশ ফুটবল সম্পর্কে পরিষ্কার ধারণা আছে তাঁর। তবে সিটির সঙ্গে গুয়ার্দিওলার চুক্তি ২০২৪-২৫ মরসুমের শেষ পর্যন্ত। শোনা যাচ্ছে কাতালান কোচের জন্য অপেক্ষা করতে রাজি এফএ। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলিকে দায়িত্ব দেওয়া হতে পারে।
দেখুন অন্য খবর: