আমেদাবাদ: ৪৫ দিনের ক্রিকেট মহাযুদ্ধ প্রায় শেষ। ১০ দলের মধ্যে শেষ পর্যন্ত রইল বাকি দুই। আয়োজক দেশ ভারতের (India) মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। আগামী রবিবার (১৯ নভেম্বর) গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে শ্রেষ্ঠত্বের লড়াই। সেদিন নিয়মমতো টস হবে দুপুর দেড়টায় এবং খেলা শুরু তার আধঘণ্টা পরেই। ফাইনাল শুরুর আগে মোদির মাঠের উপরে এয়ার শো দেখাবে ভারতীয় বায়ুসেনার (IAF) ‘সূর্য কিরণ’ এরোব্যাটিক টিম (Surya Kiran Aerobatic Team)।
গুজরাত বায়ুসেনার জনসংযযোগ আধিকারিক জানিয়েছেন, ম্যাচ শুরু হওয়ার আগে ১০ মিনিট এয়ার শো দেখাবে সূর্য কিরণ। দর্শকদের মনোরঞ্জন করতে যুদ্ধবিমান নিয়ে আকাশে চলবে নানারকম কসরত। সূর্য কিরণ দলের কাছে রয়েছে ন’টি এয়ারক্রাফট। দেশের বিভিন্ন জায়গায় শো করে বেড়ায় তারা। বিশ্বকাপ ফাইনালের শোয়ের মহড়া চলবে আজ এবং আগামিকাল। মহড়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া, সৌরভ কী বললেন?
Air show preparation at Narendra Modi Stadium ahead of the World Cup final. 🇮🇳 🏆pic.twitter.com/5vTHkDS580
— Johns. (@CricCrazyJohns) November 17, 2023
প্রসঙ্গত, বুধবার নিউজিল্যান্ডকে (New Zealand) ৭০ রানে হারিয়ে ফাইনালের বার্থ পাকা করে ভারত। বিরাট কোহলি (Virat Kohli) ওডিআই কেরিয়ারের ৫০তম শতরান করে টপকে যান শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। বিস্ফোরক সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিউয়িদের ৩৯৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ভারত। জবাবে ডারিল মিচেলের অনবদ্য শতরান এবং কেন উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরিতে ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড। মহম্মদ শামির দুরন্ত বোলিং কিউয়ি ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অজি বোলারদের দাপটে মাত্র ২১২ করেছিল টেম্বা বাভুমার দল। ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়াও। প্রোটিয়া স্পিনারদের স্পিনের জালে হাবুডুবু খাচ্ছিলেন ম্যাক্সওয়েলরা। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে ৩ উইকেট জিতে রোহিত শর্মাদের (Rohit Sharma) মুখোমুখি প্যাট কামিন্সের (Pat Cummins) দল।