কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) আয়োজন নিয়ে জটিলতা চরমে পৌঁছেছে। বিসিসিআই (BCCI) আইসিসি-কে (ICC) জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে (Pakistan) দল পাঠাবে না। আইসিসি সেকথা পিসিবিকে (PCB) জানানোর পর পিসিবি ভারতের কাছে কারণ সহ লিখৃতি বিবৃতি চেয়েছে। এশিয়া কাপের (Asia Cup) মতো হাইব্রিড মডেলের কথা উঠেছিল। কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবার অনড়, তারা বলছে, একটা ম্যাচও অন্য কোথাও হবে না।
এদিকে আইসিসি এক পোস্টার প্রকাশ করেছে যেখানে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল হিসেবে পাকিস্তানের নাম লেখা আছে। এও লেখা রয়েছে, এই টুর্নামেন্টে আটটি দেশ অংশগ্রহণ করবে। অথচ ভারত পরিষ্কার জানিয়েছে, তারা পাকিস্তানে কিছুতেই যাবে না। সবমিলিয়ে চূড়ান্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই আবহে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিফ লতিফ (Rashid Latif)।
আরও পড়ুন: রুদ্ধদ্বার অনুশীলন করছেন কোহলিরা? জল্পনার জবাব দিল বিসিসিআই
লতিফ বলছেন, আইসিসির উচিত ভারত এবং পাকিস্তান দুই দেশের থেকেই বড় টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ভারত-পাক টানাপোড়েনে বিরক্ত প্রাক্তন অধিনায়ক বলেন, “আমার প্রস্তাব হল, আইসিসির উচিত ২০২৪-২০৩১ চক্রে ভারত এবং পাকিস্তানের থেকে গ্লোবাল ইভেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া। আইসিসি উচিত এই দুই দেশের বোর্ডকে বলা, আগে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও, তারপর টুর্নামেন্ট আয়োজনের অধিকার ফিরিয়ে দেব।”
লতিফ আরও বলেছেন, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে পাকিস্তান দুটি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাবে। ভারত চার-পাঁচটার দায়িত্ব পাবে। কিন্তু এই দেশ দুটো একে অন্যের দেশে খেলতে না চাইলে আয়োজনের অধিকার ছিনিয়ে নেওয়া হোক।