কলকাতা: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দারুণ জয়ে পেয়েছে পাকিস্তান (Pakistan)। অপরাজিত শতরান করে এই জয়ের প্রধান কান্ডারি মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। কিন্তু এই জয় উৎসর্গ করে বিতর্কে জড়িয়েছেন পাক উইকেটকিপার। টুইটারে তিনি লেখেন, “এই জয়টা গাজায় আমাদের ভাই বোনেদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। গোটা দলকে কৃতিত্ব দিতে চাই বিশেষ করে আবদুল্লা শফিক এবং হাসান আলিকে জয় সহজ করে তোলার জন্য। সর্বক্ষণ আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষের প্রতি কৃতজ্ঞ।”
রিজওয়ানের টুইটের প্রথম লাইন নিয়েই যত বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক শ্রেণির মানুষ তাঁর প্রতি বিষোদগার করছে। কিন্তু রিজওয়ানের থেকেও তোপের মুখে আইসিসি। বিষয়টায় জড়িয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনির (MS Dhoni) নামও। খেলার মধ্যে রাজনীতি এনে ফেলায় কেন রিজওয়ানের প্রতি পদক্ষেপ করছে না আইসিসি (ICC), এ নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এরপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক টুইট করে জানিয়েছেন, আইসিসি বলছে, বিষয়টি খেলার মাঠের বাইরে, তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। দায়িত্ব ওই খেলোয়াড় এবং সংশ্লিষ্ট বোর্ডের।
আরও পড়ুন: ‘ক্যানসার নিয়ে খেলেছি’, গিলকে চাঙ্গা করলেন যুবি
The @ICC says it’s from outside the field of play, not within their domain.
Up to the individual and his cricket board https://t.co/5nc5Fai8eX— Vikrant Gupta (@vikrantgupta73) October 11, 2023
এই টুইট দেখে আইসিসিকে ‘হিপোক্রিট’ বলতে ছাড়ছেন না নেটিজেনরা। উঠে এসেছে ২০১৯ বিশ্বকাপে ধোনির গ্লাভস বিতর্ক। আগের বিশ্বকাপে ধোনির উইকেটকিপিং দস্তানায় সামরিক চিহ্ন ছিল। আইসিসি ধোনিকে ওই দস্তানা ব্যবহার করতে নিষেধ করে। ওই সাংবাদিক প্রশ্ন করেছেন, “আমার মনে আছে ধোনিকে সামরিক চিহ্নওয়ালা গ্লাভস খুলতে বলা হয়েছিল। আইসিসি ইভেন্ট চলাকালীন রাজনৈতিক এবং ধর্মীয় মন্তব্য করাতে কি নিষেধাজ্ঞা নেই?”
শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্ব ক্রিকেটের সেরা দ্বৈরথ ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। স্টেডিয়াম চত্বর তো বটেই, গোটা আমেদাবাদ শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এর মধ্যে রিজওয়ান বিতর্ক। মহালয়ার পুণ্য দিনে এক মহারণ দেখতে চলেছে গোটা বিশ্ব।