কলকাতা: এতদিন পর টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ‘পিচ রিপোর্ট’ দিল আইসিসি (ICC)। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং আমেরিকার (USA) বিভিন্ন মাঠে আয়োজিত হওয়া প্রতিযোগিতার মোট ৩১টি ম্যাচের পিচকে ‘সন্তোষজনক’ অ্যাখ্যা দিয়েছে আইসিসি। ১৮ ম্যাচের উইকেট পেল ‘ভেরি গুড’ রেটিং। তবে তিনটি ম্যাচের পিচকে ‘অসন্তোষজনক’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এমনকী সেমিফাইনালও।
যে তিন পিচ নিয়ে অসন্তোষ তার মধ্যে দুটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের (Nasau County Stadium)। এবং সেই ম্যাচ দুটি ছিল ওই মাঠের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। একটি ছিল দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা এবং অন্যটি ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ। প্রথমটিতে ৭৭ রানে অলরাউন্ড হয়ে যায় শ্রীলঙ্কা এবং পরের ম্যাচে আইরিশদের ৯৬ রানে গুটিয়ে দেয় ভারত। দুই ম্যাচেই পেসাররা প্রচুর সুইং পেয়েছিলেন, অসমান বাউন্স ছিল এবং ব্যাটাররা চোট পেয়েছেন।
আরও পড়ুন: বাজবল নতুন কিছু নয়, বলে দিলেন জয়সূর্য
নাসাউয়ের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচেও কম রান হয়েছিল, তবে আইসিসি-র রোষ থেকে ছাড় পেয়েছে সে ম্যাচের পিচ। তবে সবথেকে দুর্ভাগ্যজনক ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠের সেমিফাইনাল। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। বিশ্বকাপে তাদের স্বপ্নের দৌড় থেমে যায় ৯ উইকেটে হেরে।
আফগানদের হেড কোচ জোনাথন ট্রট (Jonathan Trott) সে সময়েই পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেমিফাইনালের পিচ দেখে ক্ষুব্ধ হয়েছিলেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও (Michael Vaughn)। ভন বলেছিলেন, নাসাউয়ের খারাপ পিচ তবু বোধগম্য, কারণ ড্রপ ইন পিচ, হঠাৎ গজিয়ে ওঠা স্টেডিয়াম। কিন্তু ত্রিনিদাদের ওই পিচ, তাও আবার সেমিফাইনালে, কোনও অজুহাতই চলে না।
দেখুন অন্য খবর: