কলকাতা: ‘টেস্ট ক্রিকেট ইজ বেস্ট ক্রিকেট’। প্রকৃত ক্রিকেটপ্রেমী মাত্রেই একথা বিশ্বাস করেন। কিন্তু টি২০ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচদিনের খেলা। উঠতি ক্রিকেটাররা টি২০ ফর্ম্যাটকেই নিজেদের ধ্যানজ্ঞান করে নিচ্ছেন। এই ট্রেন্ড চলতে থাকলে টেস্টের (Test Cricket) ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠবে। তার মোকাবিলা করতেই উদ্যোগ নিচ্ছে আইসিসি (ICC)।
টেস্ট ক্রিকেটকে তরতাজা করে তুলতে এবং ক্রিকেটারদের এই ফর্ম্যাটে আগ্রহী করে তুলতে অন্তত ১৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২৬ কোটি টাকা) ব্যয় করতে চলেছে আইসিসি। শোনা যাচ্ছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। এই প্রস্তাব সমর্থন পেয়েছে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহেরও (Jay Shah), যিনি আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
আরও পড়ুন: বঙ্গ ফুটবলের ব্যাটন আপাতত শুধু সবুজ-মেরুনের হাতে
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মতো কিছু দেশ আছে যেখানকার ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের যথোপযুক্ত বেতন দিতে পারে না। বাধ্য হয়ে তাঁরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আকর্ষিত হয়ে পড়েন। এমনকী বিদেশে সফর করতেও অর্থাভাব দেখা দেয়। এই সমস্ত সমস্যার সমাধান করতেই উদ্যোগী আইসিসি।
শোনা যাচ্ছে, তারা যে অর্থ দেবে তাতে প্রত্যেক ক্রিকেটার ন্যূনতম ১০,০০০ মার্কিন ডলার (৮ লক্ষ টাকার বেশি) করে পারিশ্রমিক পাবেন। এছাড়াও তাদের বিদেশ সফরের খরচাও দেওয়া হবে। প্রসঙ্গত, এই ভাবনা সবার আগে গত জানুয়ারি মাসে ব্যক্ত করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড। এদিকে ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট মুখো করতে বোনাস ঘোষণা করেছিলেন জয় শাহও।