কানপুর: এমনিতে এই ম্যাচ ড্র হওয়ার কথা। বহুদিন পর টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছিল কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়াম (Green Park Stadium)। কিন্তু বৃষ্টি ভেস্তে দিল আড়াই দিনেরও বেশি সময়। চতুর্থ দিনে যখন খেলা শুরু হল তখন প্রথম ইনিংস খেলছে বাংলাদেশ,উইকেট পড়েছিল মাত্র চারটে। সেখান থেকেও জয়ের সামান্য হলেও সুযোগ তৈরি করেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তাতে যুগপৎ সাহায্য করেছেন বোলার এবং ব্যাটাররা।
তৃতীয় ইনিংস খেলতে নেমে ২৬ রানে দুই উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দল। তাঁরা পিছিয়ে আছেন ২৬ রানে। পিচ যে ব্যাটিং স্বর্গ নয় তা ভারতের ইনিংসের সময়েই বোঝা গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) দুই উইকেট নিয়েছেন, বাংলাদেশকে ভাঙতে আজ, মঙ্গলবার তিনিই প্রধান অস্ত্র। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরারা তো আছেনই।
আরও পড়ুন: শচীনকে টপকালেন বিরাট, অভিনন্দন জয় শাহের
আজ পঞ্চম দিনে কোনও বিঘ্ন না ঘটলে ৯৮ ওভার খেলা হওয়ার কথা। সকালের সেশনের প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে গোটা তিনেক উইকেট ফেলতে পারলে ভারতের জেতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। বোলারদের কাঁধে দায়িত্ব, ফিল্ডারদেরও প্রস্তুত থাকতে হবে। গতকাল কে এল রাহুক স্লিপে ক্যাচ ছেড়েছেন, তেমন করা চলবে না। রোহিত শর্মারা কি অসাধ্য সাধন করতে পারবেন?
দেখুন অন্য খবর: