চেন্নাই: ১৪৪ রানে ৬ উইকেট থেকে ৩৭৬ রানে থামল ভারত। রবিচন্দ্রন অশ্বিন শেষ পর্যন্ত ১৩৩ বলে ১১৩ করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার, দুটি ছয়। তাসকিন আহমেদকে তুলে মারতে গিয়েই ক্যাচ আউট হলেন তিনি। তবে রবীন্দ্র জাদেজা শতরান করতে পারলেন না, গতকালের ৮৬ রানেই আউট হয়ে গেলেন।
আরও পড়ুন: ১০ জনের বার্সার হার, আটকে গেল আর্সেনাল
গতকাল ৮০ ওভার পর্যন্ত খেলা হয়েছিল, আজ সকালে শুরুতেই তাই নতুন বল পায় বাংলাদেশ। তাসকিনের সুইং বলে লিটন দাসের হাতে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাদেজা। জসপ্রীত বুমরা, আকাশ দীপরা বেশিক্ষণ টানতে পারেননি।
বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিলেন হাসান মাহমুদ। বৃহস্পতিবারেই চারটি নিয়েছিলেন, আজ বুমরা তুলে নিলেন। তাঁর সুইংয়ের দাপটেই ভারতের একটা সময় ১৪৪ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। মাহমুদের শিকার রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পন্থের মতো তারকা ব্যাটার।
দেখুন অন্য খবর: