কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। মাস দুই আগেও মোটামুটি নিশ্চিত ছিল, এই দুই দলই আগামী বছর লর্ডসে ফাইনাল খেলবে। কিন্তু নিউজিল্যান্ডের (New Zealand) কাছে ভারতের ৩-০ সিরিজ হার হিসেব পুরো ঘেঁটে দিয়েছে। আবার ভারতের কাছে পার্থ টেস্ট হেরে বিপদে পড়েছে অস্ট্রেলিয়াও (Australia)।
ভারত-অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দুই দল— নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এরা যদি তাদের বাকি থাকা টেস্ট ম্যাচগুলি জিতে যায় তাহলে ভারত আর অস্ট্রেলিয়ার কপালে শনি আছে।
আরও পড়ুন: রুবেন অ্যামোরিম যুগে প্রথম জয় পেল ম্যান ইউ
দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটি করে টেস্ট খেলবে এবং সেগুলো ঘরের মাঠে। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে ইতিমধ্যেই চেপে ধরেছে প্রোটিয়ারা। এখান থেকে মিরাকল ছাড়া লঙ্কানদের জেতা এমনকী ড্র করাও অসম্ভব। ঘরের মাঠে বাকি তিন ম্যাচও জিতলে ১২ ম্যাচে দঃ আফ্রিকার পয়েন্ট হবে ১০০, অর্থাৎ ৬৯.৪৪ শতাংশ। ভারত যদি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৫-০ ফলেও জেতে তাও এই পয়েন্ট শতাংশ হবে ৬৯.২৯। এদিকে অস্ট্রেলিয়া ভারতকে বাকি চারটে টেস্টে হারালেও তাদের পয়েন্ট শতাংশ দাঁড়াবে ৬৭.৬৪ শতাংশ।
এদিকে লড়াইয়ে আছে কিউয়িরাও। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ শুরু করেছে তারা। এই সিরিজ ৩-০ জিতলে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৪.২৮। অর্থাৎ, ভারত কিংবা অস্ট্রেলিয়া কেউই আর পয়েন্ট নষ্ট করতে চাইবে না। একটা হার কিংবা ড্র করলেই ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তবে তার জন্য তাদের সব ম্যাচ জিততে হবে।