প্যারিস: ৫২ বছরের অভিশাপ কাটাল ভারতের পুরুষ হকি দল (Indian Men’s Hockey Team)। অলিম্পিক্সের আসরে ১৯৭২ সালের পর অস্ট্রেলিয়াকে (Australia) হারাল তারা। পুল বি-এর গ্রুপ পর্যায়ের ম্যাচে অজিদের ৩-২ হারাল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) দল। অধিনায়ক হরমনপ্রীত নিজে জোড়া গোল করলেন, আর একটি গোল অভিষেকের। অস্ট্রেলিয়ার হয়ে গোলদাতা ক্রেগ থমাস এবং গোভার্স ব্লেক।
এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। প্রথম স্থানে শেষ করেছে বেলজিয়াম যারা টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী দল।
আরও পড়ুন: তিরন্দাজির সেমিফাইনালে ভারত, আশা জাগছে পদকের
১৯৭২ সালের অলিম্পিক্সে অস্ট্রেলিয়াকে ৩-১ হারিয়েছিল ভারত। তারপর আটবার সাক্ষাৎ হয়েছিল দুই দেশের। প্রত্যেকবারই হতাশা সঙ্গী হয়েছিল। অবশেষে সেই অভিশাপ কাটালেন হরমনপ্রীতরা।
এক নজরে দেখে দেখে নেওয়া যাক ১৯৭২ থেকে আজ পর্যন্ত অলিম্পিক্সের আসরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল।
১৯৭২ – ভারত ৩-১ অস্ট্রেলিয়া
১৯৭৬ – ভারত ১-৬ অস্ট্রেলিয়া
১৯৭৬ (প্লে-অফ) – ভারত ১-১ (৪-৫ শুটআউট)
১৯৮৪ – ভারত ২-৪ অস্ট্রেলিয়া
১৯৯২ – ভারত ০-১ অস্ট্রেলিয়া
২০০০ – ভারত ২-২ অস্ট্রেলিয়া
২০০৪ – ভারত ৩-৪ অস্ট্রেলিয়া
২০২০ – ভারত ১-৭ অস্ট্রেলিয়া
২০২৪ – ভারত ৩-২ অস্ট্রেলিয়া
দেখুন অন্য খবর: