প্যারিস: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ ড্র করল ভারতের পুরুষ হকি দল (Indian Men’s Hockey Team)। চতুর্থ কোয়ার্টারের একেবারে শেষে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)। ২২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লুকাস মার্তিনেজ। এই জয়ের ফলে ছয় দলের পুল বি-তে তিন নম্বরে রইল ভারত। এক এবং দুই নম্বর দখল করে আছে যথাক্রমে বেলজিয়াম এবং অস্ট্রেলিয়া। চারে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে যেতে প্রথম চারে থাকতেই হবে। আগামিকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাই জিততেই হবে হরমনপ্রীতদের।
আরও পড়ুন: লক্ষ্যভেদ হল না অর্জুনের, স্বপ্ন দেখাচ্ছেন সেই মনু
এদিকে বেলজিয়ামের জুলিয়েন কারাগগিকে স্ট্রেট গেমে হারালেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। তাঁর পক্ষে ফলাফল হল ২১-১৯ এবং ২১-১৪। প্রথম গেমে রীতিমতো লড়াই করে জিততে হয়েছিল লক্ষ্যকে। ভালো শুরু করেও একসময় পিছিয়ে পড়েছিলেন। স্কোরলাইন একসময় হয়ে যায় ১৮-১৮। মাথা ঠান্ডা রেখে প্রথম গেম বের করেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে অবশ্য লড়াই সহজতর হয়ে যায়।
দেখুন অন্য খবর: