কলকাতা: হতাশাজনক গোলশূন্য ড্র দিয়ে শুরু হল মানোলো মার্কেজ (Manolo Marquez) আমল। ইগর স্তিমাচের (Igor Stimac) সময় যে রোগ, সেই গোলের মুখ খুলতে না পারার রোগ রয়ে গেল মানোলোর দলেরও। ভারতের জাতীয় দলের কোচ হিসেবে তাঁর এটা প্রথম ম্যাচ ঠিকই, কিন্তু প্রতিপক্ষ মরিশাসের ফিফা র্যাঙ্কিং ১৭৯, ভারতের সেখানে ১২৪। কাজেই ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে না জিততে পারা, গোল করতে না পারা হতাশাজনক।
ম্যাচ শেষে স্তিমাচের উত্তরসূরির গম্ভীর মুখ দেখেই বোঝা গেল ফলাফল আনন্দদায়ক নয়। খেলায় ভারতের (India) বলের দখল ছিল ৬৫ শতাংশ। সাহাল, মনবীর, নন্দকুমাররা প্রতিপক্ষের থেকে ২০০টার বেশি পাস খেলেছেন। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলার পুরনো রোগ থেকেই গিয়েছে।
আরও পড়ুন: লজ্জার হারের পরেও কোচের পাশে ম্যান ইউ
কোচ মানোলো বলেই ফেললেন, একজন দর্শক হিসেবে আমার কাছে খুবই বোরিং ম্যাচ ছিল। ইতিবাচক হল, আমরা গোল হজম করিনি, ইতিবাচক হল এর থেকে আর খারাপ খেলা যায় না। আমরা উন্নতি করব… আমাদের লক্ষ্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করা।
মরিশাসের বিরুদ্ধে এই অবস্থা, ৯ সেপ্টেম্বর এই প্রতিযোগিতায় ভারত মুখোমুখি হবে সিরিয়ার। ফিফা ক্রমতালিকায় তারা ৯৪ নম্বর স্থানে। সে ম্যাচ আরও কঠিন হবে তা মানোলো নিশ্চয়ই জানেন। এর মধ্যে ৬ সেপ্টেম্বর সিরিয়ার মুখোমুখি হবে মরিশাস।
দেখুন অন্য খবর: