পুনে: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। বেঙ্গালুরুতে সাত উইকেটে জেতার পর পুনে টেস্ট নিউজিল্যান্ড জিতল ১১৩ রানে। ঘরের মাঠে অপরাজেয় রোহিত শর্মাদের (Rohit Sharma) গর্ব, অহঙ্কার মাটিতে মিশিয়ে দিলেন মিচেল স্যান্টনাররা (Mitchell Santner)।
কে ভেবেছিল এই ফলাফল? শ্রীলঙ্কার কাছে সদ্য হোয়াইটওয়াশ হয়ে এসেছিল কিউয়িরা। তাদের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন (Kane Williamson) চোটে মাঠের বাইরে। এদিকে বাংলাদেশকে দুই টেস্টে দুরমুশ করে এই সিরিজ খেলতে নামে ভারত। সেই জয়রথ মুখ থুবড়ে পড়ল। ঘরের মাঠে টানা ১৮টি সিরিজ জেতার পর হারের স্বাদ পেল টিম ইন্ডিয়া (Team India)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে নেই শামি, সুযোগ পেলেন কারা?
HISTORY! New Zealand achieve their first ever Test series win in India 🙌
They end India’s record streak of 18 consecutive home series wins, becoming the first away team to win a men’s Test series in India since England in 2012-13 #INDvNZ pic.twitter.com/YxqceWEqQC
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 26, 2024
বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট তবু মানা যায়। মেঘলা, সুইং-সিম সহায়ক পরিবেশে সুবিধা পেয়েছিলেন কিউয়ি বোলাররা। কিন্তু পুনেতে দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কী ব্যাখ্যা দেবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)? নিউজিল্যান্ডের ব্যাটারদের ধরতে স্পিনের ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু তাতে আটকা পড়লেন বিরাট কোহলিরাই। ভারতের এই প্রজন্মের ব্যাটিং লাইন আপ যে স্পিন ভালো খেলে না তা বোঝা গেল।
দুই ইনিংস মিলিয়ে টম ল্যাথামরা করলেন ৫১৪ রান। ভারতের ২০ উইকেট পড়ে গেল ৪০১ রানে। চতুর্থ ইনিংসে একমাত্র যশস্বী জয়সওয়াল প্রতিরোধ দেখালেন। ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেললেন তিনি। প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন মিচেল স্যান্টনার, দ্বিতীয় ইনিংসে নিলেন ছ’টি। টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স পুনেতেই হল তাঁর।
দেখুন অন্য খবর: