
কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) চূড়ান্ত সূচি ঘোষণা করে দিল আইসিসি (ICC)। ভারত যে পাকিস্তানে যাবে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। আইসিসি এবার জানিয়ে দিল, গ্রুপ লিগের সব ম্যাচ এবং যদি সেমিফাইনাল ও ফাইনালে উঠতে পারে তাহলে সেই সব ম্যাচ খেলবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium)। ভারত সেমিফাইনালে না উঠতে পারলে সেই ম্যাচ খেলা হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ভারতের ম্যাচ ছাড়া বাকি খেলাগুলি হবে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে।
আরও পড়ুন: খেলরত্ন পুরস্কার বিতর্কে মুখ খুললেন মনু ভাকের
১৯ ফেব্রুয়ারি আয়োজক দেশ পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরের দিনই অভিযান শুরু রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের। খেলা বাংলাদেশের বিরুদ্ধে, সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের জেরে এই ম্যাচ নিয়েও তুমুল উত্তেজনার সঞ্চার হবে।
তবে গ্রুপ পর্যায়ের সবথেকে বড় ম্যাচ অর্থাৎ ভারত-পাকিস্তান হবে ২৩ ফেব্রুয়ারি। ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে তবে সেই ম্যাচ তারা খেলবে ৪ মার্চ। অন্য সেমিফাইনাল ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ।
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি:
২০ ফেব্রুয়ারি, ভারত বনাম বাংলাদেশ
২৩ ফেব্রুয়ারি, ভারত বনাম পাকিস্তান
২ মার্চ, ভারত বনাম নিউজিল্যান্ড
৫ মার্চ, সেমিফাইনাল ১ (ভারত উঠতে পারলে)
৯ মার্চ ফাইনাল (ভারত উঠতে পারলে)
দেখুন অন্য খবর: