প্যারিস: মেয়েদের তিরন্দাজ দলের মতোই হতাশ করল পুরুষদের তিরন্দাজ দল (Men’s Archery Team)। কোয়ার্টার ফাইনালে তুরস্কের কাছে শোচনীয় হার হল তাদের। একদম শেষ শটে মাত্র ৭ পয়েন্ট স্কোর করে মাথা হেঁট করে ফেলেন ধীরাজ বোম্মাদেভারা (Dheeraj Bommadevara)। চূড়ান্ত সেট ৫৭-৫৪ ফলে জেতে তুরস্ক এবং ম্যাচ জেতে ৬-২ সেটে।
লক্ষ্যভেদের খেলায় তিরন্দাজদের মতোই এদিন খুবই খারাপ গিয়েছে ভারতীয় শুটারদের। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে অর্জুন বাবুতার (Arjun Babuta)। ফাইনালের লড়াইয়ে যোগ্যতা অর্জন করায় তাঁকে নিয়ে আশা তৈরি হয়েছিল। কিন্তু চতুর্থ স্থানে শেষ করলেন অর্জুন। তৃতীয় স্থানে শেষ করলেই পেয়ে যেতেন ব্রোঞ্জ পদক। ১০ মিটার এয়ার রাইফেলে শুরুটা ভালো করেছিলেন তিনি। কিন্তু শেষ দুটি শটে পান যথাক্রমে ৯.৯ এবং ৯.৫ পয়েন্ট। ওখানেই পদকের লড়াই থেকে ছিটকে যান।
আরও পড়ুন: নাদালকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
১০ মিটার এয়ার রাইফেলের সিঙ্গলস ইভেন্টের ফাইনালে কোয়ালিফাই করা রমিতা জিন্দল (Ramita Jindal) সাত নম্বর পোজিশনে শেষ করলেন। প্রথম ন’টি শট ১০ পয়েন্ট সংগ্রহ করলেও শেষ শটের লক্ষ্যভ্রষ্ট হন। এরপর টাইব্রেকার অন্য এক প্রতিযোগীর কাছে হেরে সাত নম্বরে শেষ করেন।
১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন রিদম সাঙ্গোয়ান এবং অর্জুন সিং চিমা। যোগ্যতা অর্জন পর্বে ১০ নম্বরে শেষ করেছেন তাঁরা। সোমবার ভারতকে আশা দেখাচ্ছেন সেই মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি এবং সরবজ্যোৎ সিং (Sarabjot Singh)।
দেখুন অন্য খবর: