প্যারিস: মেয়েদের তিরন্দাজ দলের মতোই প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের পুরুষ তিরন্দাজ দল (Men’s Archery Team)। দলগত র্যাঙ্কিং ইভেন্টে ছেলেরাও চতুর্থ স্থান অধিকার করেছে। ধীরাজ বোম্মাদেভারা (Dheeraj Bommadevara) এবং তরুণদীপ রাই (Tarundeep Rai) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
১১ নম্বর র্যাঙ্ক থেকে শুরু করেছিলেন ধীরাজ। শুরুর দিকে ৪০ নম্বরে চলে গিয়েছিলেন তিনি, সেখান থেকে দুরন্ত লক্ষ্যভেদ করে চার নম্বরে শেষ করেন। তরুণদীপ রাই শেষ করেছেন ১৪ নম্বরে। ভারতের আর এক তিরন্দাজ প্রবীণ যাদব অবশ্য ভালো পারফরম্যান্স দিতে পারেননি, তিন শেষ করেছেন ৩৯ নম্বরে। ভারতের মোট পয়েন্ট হয় ২০১৩।
আরও পড়ুন: অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক লক্ষ্য সিন্ধুর
অলিম্পিক্সে শুরুটা দারুণ হয়েছে ভারতের। দেশের মহিলা তিরন্দাজ দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল সরাসরি। যোগ্যতা অর্জন পর্বে ভারত চতুর্থ স্থানে শেষ করায় শেষ আটে খেলতে নামবেন অঙ্কিতা ভকত (Ankita Bhakat), ভজন কৌর (Bhajan Kaur) এবং দীপিকা কুমারী (Deepika Kumari)। প্রথম তিন স্থান দখল করেছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, চীন এবং মেক্সিকো।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। তবে কিছু প্রতিযোগিতা আগেই শুরু হয়ে গিয়েছে, যাতে সময়ে শেষ করা যায়। বৃহস্পতিবার ছিল মহিলা তিরন্দাজদের দলগত এবং ব্যক্তিগত র্যাঙ্কিং ইভেন্ট (Ranking Event)। এই ইভেন্টে মোট ১৯৮৩ পয়েন্ট সংগ্রহ করেন ভারতের মেয়েরা। তাঁদের মধ্যে সবথেকে বেশি ৬৬৬ পয়েন্ট অঙ্কিতার, ৬৫৯ ভজনের এবং ৬৫৮ দীপিকার।