কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় এক নম্বরে আছে ভারত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার খুব কাছেই দুই নম্বরে আছেন রোহিত শর্মারা। ভারত কেন এখন বিশ্ব ক্রিকেট শাসন করছে, তা প্রমাণ করার মোক্ষম সুযোগ এসে গিয়েছে। পুনে টেস্টে চতুর্থ ইনিংসে ভারতকে জিততে হলে করতে হবে ৩৫৯ রান। যে পিচে আগেরবার ১৫৬ রানে অল আউট হতে হয়েছে সেখানে এই লক্ষ্য এভারেস্ট-সম ঠিকই, কিন্তু কোনও দল যদি এই অসাধ্য সাধন করতে পারে তা ভারতই।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল নিউজিল্যান্ড। আজ সকালে এক ঘণ্টার মধ্যে বাকি পাঁচটা উইকেট পড়ে গেল। তবে সেই সঙ্গে মহা-মূল্যবান ৫৭টি রান করেছেন গ্লেন ফিলিপস, টম ব্লান্ডেলরা। শনিবার সকালের এই ৫৭ রানটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ফিলিপস অপরাজিত রইলেন ৪৮ রানে। ব্লান্ডেল আউট হন ৪১ করে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে নেই শামি, সুযোগ পেলেন কারা?
গতকাল একটাও উইকেট পাননি রবীন্দ্র জাদেজা, আজ পাঁচটার তিনটেই নিলেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন একটা উইকেট পেলেন এবং শেষ উইকেট হল রান আউট। এবার বল ভারতের ব্যাটারদের কোর্টে। এখনও প্রায় দুটো দিন পড়ে রয়েছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। প্রয়োজন শুধু ধৈর্যের। আজকের টি২০ ক্রিকেট খেলা জেনারেশন কি পারবে সেই ধৈর্য দেখাতে? পারলে সিরিজ বাঁচবে এবং সম্মান বাঁচবে।
দেখুন অন্য খবর: