কানপুর: এক ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে চলেছে ভারত (India)। আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার নজির প্রচুর, কিন্তু আড়াই দিনের বেশি খেলা ভেস্তে যাওয়ার পর ম্যাচ জেতার উদাহরণ নেই বললেই চলে। সে কারণেই প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh) হলেও একে ঐতিহাসিক জয় বলা চলে।
চতুর্থ দিনের শেষে দুই উইকেট হারিয়ে ভারতের থেকে ২৬ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। হাতে পঞ্চম দিনের তিনটি সেশন। জিততে হলে বাংলাদেশকে দ্রুত অল আউট করতে হত। প্রথম সেশনে সেই কাজটাই করলেন ভারতের বোলাররা। অশ্বিন, জাদেজা, বুমরা, আকাশ দীপ সবাই উইকেট নিলেন। ভারতকে জিততে হলে করতে হবে মাত্র ৯৫ রান, হাতে গোটা দুটো সেশন।
আরও পড়ুন: শচীনকে টপকালেন বিরাট, অভিনন্দন জয় শাহের
Middle stump out of the ground! 🎯
An absolute Jaffa from Jasprit Bumrah to wrap the 2nd innings 🔥
Bangladesh are all out for 146
Scorecard – https://t.co/JBVX2gyyPf#TeamIndia | #INDvBAN | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/TwdJOsjR4g
— BCCI (@BCCI) October 1, 2024
পঞ্চম দিনের শুরুতেই প্রথম ইনিংসে শতরানকারী মোমিনুল হককে ফেরান অশ্বিন (R Ashwin)। সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দেন তিনি। বাংলাদেশের তখন ৩৬ রান। সেখান থেকে ওপেনার শাদমান ইসলাম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) প্রতিরোধ গড়েন। হাফ-সেঞ্চুরি করেন শাদমান। এরপর জাদেজা এসে ওপার বাংলার প্রতিরোধ ভেঙে দেন।
দলগত ৯১ রানে ফেরেন শান্ত। পরের ওভারেই শাদমানকে আউট করলেন আকাশ দীপ। লিটন দাস এবং সাকিব আল হাসান জাদেজার শিকার হলেন। এরপর জাদু দেখালেন সেই জসপ্রীত বুমরা, বোকা বানালেন মেহদি হাসান এবং তাইজুল ইসলামকে। একা লড়ছিলেন দলের সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। লাঞ্চের ঠিক আগের বলটায় তাঁকে দুর্দান্ত স্লোয়ার অফ কাটারে বোল্ড করলেন বুমরা।
দেখুন অন্য খবর: