কলকাতা: উত্তেজক জায়গায় দাঁড়িয়ে আছে অ্যাডিলেডের (Adelaide) গোলাপি বল টেস্ট (Pink Ball Test)। দুই দিনের খেলা শেষে ভারত অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে আছে মাত্র ২৯ রানে। কিন্তু ইতিমধ্যেই পাঁচ উইকেট পড়ে গিয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা প্যাভিলিয়নে। সাধারণ বুদ্ধিতে বলে, অস্ট্রেলিয়া এই ম্যাচ জিততে চলেছে। কিন্তু এখনও টিকে আছেন ঋষভ পন্থ, তাই অসাধারণ কিছু ঘটার আশা ছাড়া যাচ্ছে না।
ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছিল ৩৩৭। তৃতীয় ইনিংসের (ভারতের দ্বিতীয় ইনিংস) শুরুটা ভালো করে ভারত। যশস্বী জয়সওয়াল বেশ মারমুখী মেজাজে শুরু করেছিলেন। অন্যদিকে রক্ষণাত্মক স্টাইলে খেলছিলেন কে এল রাহুল। তাঁকে সাত রানে প্যাভিলিয়নে পাঠান প্যাট কামিন্স। জয়সওয়ালকে নিজের প্রথম বলে আউট করেন স্কট বোল্যান্ড।
আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি, ভারতকে ফের যন্ত্রণা দিলেন হেড
Australia pacers keep the visitors in line after Travis Head’s heroics 👊#WTC25 | 📝#AUSvIND: https://t.co/VOsmhNRQTT pic.twitter.com/fdSYChpHmS
— ICC (@ICC) December 7, 2024
কোহলিকেও ফেরান বোল্যান্ড। দুর্দান্ত সুইংয়ে শুভমান গিলকে বোল্ড করেন মিচেল স্টার্ক। এরপর অধিনায়ক রোহিতকে ফেরান অধিনায়ক কামিন্স। রোহিতের ব্যাটিং দেখে আশঙ্কাই লাগছে। আউট সবাই হচ্ছে, কিন্তু হিটম্যানের আউট হওয়ার ধরন খুব খারাপ। লাইন-লেন্থের কোনও হদিশই পাচ্ছেন না তিনি।
ভারতের ভরসা এখন পন্থ। তাঁর সঙ্গে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি। এই জুটি ভাঙলেই প্রবল চাপ হবে। অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লক্ষ্যমাত্রা না দিলে এ ম্যাচ জেতার কোনও চান্স নেই। তাই পন্থ বা রেড্ডি, কোনও একজনকে তিন অঙ্কের রান করতে হবে। অস্ট্রেলিয়ার হয়ে যেটা করেছেন ট্রাভিস হেড।
দেখুন অন্য খবর: