মুম্বই: লিগ পর্যায় শেষ, এবার নক আউট। এবার হয় এসপার নয় ওসপার। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই মাঠেই ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে কাপ উঠেছিল। চির-আকাঙ্ক্ষিত বিশ্বকাপ স্পর্শ করতে পেরেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ফাইনালের দিক থেকে পয়া হলেও এ মাঠ কিন্তু সেমিফাইনালে ভারতকে ভুগিয়েছে। এর আগে তিনবার আইসিসি ইভেন্টে ওয়াংখেড়েতে সেমিফাইনাল খেলেছে ভারত, তিনবারই হারতে হয়েছে।
প্রতিপক্ষ আবার কিউয়িরা, যারা ২০১৯ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালেই ছিটকে দিয়েছিল। কাজেই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। অনেকেই বলছেন, সেমিফাইনালটাই রোহিত শর্মাদের (Rohit Sharma) গাঁট। এই বাধা পেরতে পারলে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এতসব নেতিবাচক ফ্যাক্টরের পাশাপাশি এটা বলতেই হবে, ভারত যে মানের ক্রিকেট খেলছে তাতে তাদের রোখার সাধ্য কারও নেই। নিতান্ত অঘটন ছাড়া বিপর্যয় অসম্ভব।
আরও পড়ুন: শ্রীলঙ্কান ক্রিকেট ধ্বংস করছেন জয় শাহ: রণতুঙ্গা
দলের প্রত্যেকে ফর্মের শিখরে আছেন। সেই কারণেই প্রথম একাদশে কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মনে হয়েছিল দু’ একজনকে বিশ্রাম দেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। সেমিফাইনালে তো বদলের কোনও সম্ভাবনাই নেই। এক যদি না শেষ মুহূর্তে কারও চোট-আঘাত লেগে যায়।
সেমিফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।