কলকাতা: ম্যাচের তিনদিন আগে অ্যাডিলেড (Adelaide) শহরে পৌঁছে গেল ভারতীয় দল। শপিং, আড্ডা, হাসিঠাট্টায় মাততে দেখা গেল তাঁদের। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গেলেও অভীষ্ট্য লক্ষ্য অনেক দূরে, তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ রয়েছে। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং-কে দেখে মনেই হল না, কোনওরকম চাপে আছে তারা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় এক ভিডিও পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। তাতেই দেখা গেল, টিম ইন্ডিয়ার সদস্যেরা অ্যাডিলেড বিমানবন্দরে পা রাখলেন। এরপর টিম বাস তাঁদের শহরে নিয়ে গেল। শপিং মলে ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খানরা অস্ট্রেলিয়ান হ্যাট পছন্দ করতে লাগলেন। সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলে দিলেন, কোনটা পরে ভালো লাগছে, কোনটায় নয়। এ নিয়ে চলল রসিকতাও।
আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল
Banter check ✅
Hat check ✅
Travel day ✅#TeamIndia have arrived in Adelaide 👌 👌#AUSvIND pic.twitter.com/hRDUfOTcpf
— BCCI (@BCCI) December 3, 2024
অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। টেস্ট খেলিয়ে ১০টি দেশই একবার হলেও গোলাপি বলে খেলেছে। কারও রেকর্ড ভালো, কারও ভালো নয়। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গোলাপি বলের টেস্টে সবথেকে সফল দেশ। এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে তারা, জিতেছে ১১টি এবং হেরেছে একটি। অজিদের জয় ৯১.৬৭ শতাংশ।
দ্বিতীয় স্থানেই আছে ভারত। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা গোলাপি বলে মাত্র চারটি টেস্ট খেলেছেন। চারটের মধ্যে ভারত জিতেছে তিনটি, হেরেছে একটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবং এই অ্যাডিলেডেই সেই হার, ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এই বিষয়টা গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই মাথায় রেখেছেন।
দেখুন অন্য খবর: