কলকাতা: বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) পথে আরও এগিয়ে গেল ভারত (India)। এই মুহূর্তে ডব্লুটিসি ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মারাই (Rohit Sharma)। দ্বিতীয় স্থানে প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। অঘটন না হলে ১১ মার্চ লর্ডসে এই দু’জনই টস করতে নামবেন। তবে তার জন্য কিছু ‘শর্ত’ আছে।
২০২৩-২৫ ডব্লুটিসি চক্রে আরও আটটি টেস্ট খেলবে ভারত। ঘরের মাঠে ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ আছে। এই সিরিজ ৩-০ জিতলে কাজ প্রায় হাসিল। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় গিয়ে একটা টেস্ট ড্র এবং একটি জিতলেই ফাইনাল নিশ্চিত। এই হিসেব পূরণ করতে না পারলে আশা নেই, তা কিন্তু নয়, সেক্ষেত্রে অন্যদের উপর কিছুটা নির্ভর করতে হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে আজ অ্যাস্টন ভিলা বনাম বায়ার্ন মিউনিখ
ভারতকে সমস্যায় ফেলতে পারে তিনটি দল— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার হাতে এখন আর সাতটি টেস্ট। তার মধ্যে পাঁচটি ভারত এবং দুটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঘরের মাঠে হলেও ভারতকে সামলানো কঠিন কাজ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে তাদের মাঠে, তাও কঠিন চ্যালেঞ্জ। যদি সাতটির মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ জিততে পারে তারা তা হলে ৬৫.৭৯ শতাংশ পয়েন্ট হবে অজিদের। তাতেও ফাইনাল নিশ্চিত হবে না।
শ্রীলঙ্কার হাতে চারটি ম্যাচ আছে, এর মধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুটো। অস্ট্রেলিয়াকে ২-০ হারালেও প্রোটিয়াদের তাদের মাঠে হারানো লঙ্কানদের পক্ষে কঠিন। কাজেই তাদের ফাইনালে ওঠাও অনিশ্চিত।
এই মুহূর্তে পঞ্চম স্থানে থাকলেও দক্ষিণ আফ্রিকার সূচি তাদের সুযোগ এনে দিচ্ছে। তারা এখনও তিনটি সিরিজ খেলবে। তার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে সে দেশে গিয়ে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে প্রোটিয়ারা। বাকি মোট ছ’টি ম্যাচের ছ’টি জিতলে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট পাবে তারা। ফাইনালে ওঠার জন্য যা যথেষ্ট। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা দলই তাদের টপকাতে পারবে।
দেখুন অন্য খবর: