চেন্নাই: দ্বিতীয় ইনিংসে তবু খানিকটা লড়াই করছে বাংলাদেশ (Bangladesh)। প্রথম ইনিংসের মতো অসহায় আত্মসমর্পণ করেননি নাজমুল হোসেন শান্তরা (Najmul Hossain Shanto)। তবে তাতে ম্যাচের ফলাফলে কোনও পার্থক্য হবে না। ভারত সিরিজ ১-০ করবে রবিবারই, প্রশ্ন শুধু জয়ের ব্যবধান নিয়ে।
খারাপ আলোর কারণে ৯.৪ ওভার বাকি থাকতেই খেলা শেষ হয়ে গেল এদিন। রোহিত শর্মারা (Rohit Sharma) চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু চিপকের আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে। মাঠকর্মীরা পিচ ঢাকার জিনিসপত্র নিয়ে চলে এলেন। আপাতত খেলা বন্ধ আছে, তবে সম্ভবত আম্পায়াররা আজকের মতো খেলা শেষেরই ঘোষণা করে দেবেন।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ফর্ম ধরে রাখাই ম্যান ইউয়ের লক্ষ্য
Bad light brings an end to the day’s play.
Bangladesh 158/4, need 357 runs more.
See you tomorrow for Day 4 action 👋
Scorecard – https://t.co/jV4wK7BgV2#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/7JWYRHXQuY
— BCCI (@BCCI) September 21, 2024
তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৬০ বলে ৫১ করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে আছেন ৫ রান করা সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ইনিংসের শুরুটা ভালো করেন ওপার বাংলার দুই ওপেনার। জাকির হাসান এবং শাদমান ইসলাম জুটিতে ওঠে ৬২।
প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), জাকিরকে ফেরান তিনি। বাকি তিনটি উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বাংলাদেশ টপ অর্ডারে মুশফিকুর রহিম ছাড়া সবাই বাঁ-হাতি কাজেই অশ্বিনকে বেশি ব্যবহার করলেন রোহিত। তৃতীয় দিনের পিচে বল বিরাট স্পিন করছে না, কিন্তু অশ্বিনের মতো বোলারের তার দরকারও নেই। গতি, লাইন-লেন্থে হেরফের করে কাজ হাসিল করলেন। আশা করা যায়, রবিবারই টেস্ট কেরিয়ারের ৩৭তম পাঁচ উইকেট ‘হল’ হয়ে যাবে।
দেখুন অন্য খবর: