কানপুর: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে রয়েছে ভারত (India)। আইসিসি টেস্ট ক্রমতালিকাতেও এক নম্বরে রোহিত শর্মারা (Rohit Sharma)। বৃষ্টিতে একটা টেস্ট ম্যাচের অর্ধেকের বেশি সময় নষ্ট হওয়ার পরেও একটা গোটা সেশন বাকি থাকতে ম্যাচ জেতা ভারতের পক্ষেই সম্ভব। আড়াই দিনের বেশি খেলা ভেস্তে যাওয়ার পর ম্যাচ জেতার উদাহরণ সম্ভবত আর নেই। সে কারণেই প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh) হলেও একে ঐতিহাসিক জয় বলা চলে।
চতুর্থ ইনিংসে ৯৫ রান করলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা যেত বাংলাদেশকে। হাতে দুটো সেশন। দুটো লাগল না। লাঞ্চের পর ব্যাট করতে নেমে চা বিরতির এক ঘণ্টা আগেই ম্যাচ শেষ করলেন বিরাট কোহলিরা। প্রথম ইনিংসে বিস্ফোরক ৭২-এর পর এদিন ফের অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। তিনি বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করতে গিয়ে আউট হলেন। তবে ম্যাচ শেষ করে এলেন বিরাট কোহলি। ভারত জিতল সাত উইকেটে।
আরও পড়ুন: শচীনকে টপকালেন বিরাট, অভিনন্দন জয় শাহের
এই জয়ের সিংহভাগ কৃতিত্ব বোলারদের। আরও ভালো করে বলতে হলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। তিনজনে তিনটে করে উইকেট নিলেন। হাফ-সেঞ্চুরি করা শাদমান ইসলামকে ফেরালেন আকাশ দীপ।
দ্রুত ম্যাচ শেষ করতে নেমেছিলেন যশস্বী এবং রোহিত। দ্রুত ফিরে গেলেন ভারত অধিনায়ক, তাঁর পিছু নিলেন শুভমান গিলও। তবে রোখা যায়নি যশস্বীকে, ৪৫ বলে ৫১ করলেন তিনি। কোহলি অপরাজিত রইলেন ৩৭ বলে ২৮ করে। চার মেরে ম্যাচ শেষ করলেন ঋষভ পন্থ।
দেখুন অন্য খবর: