skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollপ্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয়ী ভারত
India Vs Bangladesh

প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয়ী ভারত

Follow Us :

কলাকাতা: প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয়ী ভারত। ভারত-বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান সকালের প্রথম এক ঘণ্টা ধরে ব্যাট করলেও লাভ হল না। জলপানের বিরতির পর শাকিবকে রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে অশ্বিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাডেজাও। জয়ের জন্য ৫১৫ রান তাড়া করতে নেমে শান্তদের ইনিংস শেষ হল ২৩৪ রানে। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

খারাপ আলোর কারণে ৯.৪ ওভার বাকি থাকতেই খেলা শেষ হয়ে গেল এদিন। রোহিত শর্মারা (Rohit Sharma) চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু চিপকের আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে। মাঠকর্মীরা পিচ ঢাকার জিনিসপত্র নিয়ে চলে এলেন। গতকাল আম্পায়াররা খেলা শেষেরই ঘোষণা করে দেন। তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৬০ বলে ৫১ করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে আছেন ৫ রান করা সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ইনিংসের শুরুটা ভালো করেন ওপার বাংলার দুই ওপেনার। জাকির হাসান এবং শাদমান ইসলাম জুটিতে ওঠে ৬২।

আরও পড়ুন: রোহিত শর্মারা ম্যাচ পকেটে পুরবেন রবিবার

চতুর্থ দিনে শুরুটা ভালো থাকলেও অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে শাকিব (২৫) সাজঘরে ফিরতেই শুরু হয়ে যায় ভাঙন। শান্তর ৮২ রানের লড়াকু ইনিংসও চেন্নাই টেস্টের শেষ রক্ষা হল না। তাঁর ১২৭ বলের ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছক্কা। বাংলাদেশের শেষ চার ব্যাটার ২২ গজে দাঁড়াতেই পারলেন না। লিটন দাস (১), মেহদি হাসান মিরাজ (৮), তাসকিন আহমেদ (৫), হাসান মাহমুদেরা (৭) পর পর আউট হয়ে গেলেন। ভারতীয় বোলারদের সামনে সকলেই দিশাহারা দেখাল। বাংলাদেশে উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার। ৮৮ রানে ৬ উইকেট নিলেন অশ্বিন। এই নিয়ে ১০ বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ইনিংসে মিটিয়ে নিলেন জাডেজা। ৫৮ রানে ৩ উইকেট জডেজার। ২৪ রান দিয়ে ১ উইকেট বুমরার। পাকিস্তানে ঘরের মাঠে হারিয়ে অনেকটাই প্রত্যাশা বেড়েছিল টাইগারদের। ভারতের মাটিতে এসে সেই গর্জন কমে গেল পরশি দেশের।

RELATED ARTICLES

Most Popular