skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollবাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা?
India vs Bangladesh

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা?

Follow Us :

চেন্নাই: বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ। ইতিমধ্যে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা নিয়ে তেমন আগ্রহ না থাকলেও এবার ব্যাপারটা আলাদা। কারণ কয়েকদিন আগেই দুই ম্যাচের সিরিজে ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই চেন্নাইতে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে আগ্রহ আরও বেড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে, তা বলাই বাহুল্য।

তাছাড়া সাকিব আল হাসানের (Shakib Al Hasan) মতো তারকাও ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত বড় দল ঠিকই, কিন্তু খেলাটা হবে মাঠে। রোহিত শর্মারা (Rohit Sharma) এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। এদিকে নতুন কোচ গৌতম গম্ভীরের কাছে প্রথম টেস্ট সিরিজ। চেন্নাইয়ে গরম রয়েছে। চড়া রোদ থাকছে। ফলে পিচ ভাঙারও একটা আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে স্পিনাররা কার্যকরী হবেন। চিপকের লাল মাটির পিচে বাউন্স ও গতি থাকবে। বল ঘুরবে, তবে তা ম্যাচের পরের দিকে। পিচে যখন ফাটল ধরবে।

আরও পড়ুন: টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

সেইমতো প্রথমে ব্যাটিংয়ে ভারতের হয়ে ওপেন করেছেন রোহিত আর যশস্বী জয়সওয়াল। এরপর শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং ছয়ে ঋষভ পন্থ। সাত নম্বরে স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আট এবং নয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশ দীপ। ১০ ও ১১ নম্বরে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

বাংলাদেশের একাদশে রয়েছে শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular