কলকাতা: এই মুহূর্তে চলছে ডুরান্ড কাপ (Durand Cup)। আইএসএল (ISL), আই লিগের (I League) দল ছাড়াও ভারত প্রতিবেশী দেশের সেনাবাহিনীর দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। আই লিগ বা সেনার দলগুলোর কাছে ডুরান্ড কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দেশের সেরা ক্লাবগুলির কাছে এই টুর্নামেন্ট আদতে আইএসএলের ম্যাচ প্র্যাকটিসে আঙিনা। এবার সেই আইএসএল শুরুর ঘোষণা হয়ে গেল।
আরও পড়ুন: ১০ ঘণ্টায় ৪.৬ কেজি কমান আমন, বিনেশের হল না কেন?
ইন্ডিয়ান সুপার লিগ জানিয়ে দিল, ২০২৪-২৫ মরসুম শুরু হতে চলেছে আগামী ১৩ সেপ্টেম্বর। দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা জিততে লড়াই করবে ১৩টি দল। মাথায় রাখতে হবে, এ বছর থেকে চালু হচ্ছে অবনমনের নিয়ম। এই প্রথমবার আইএসএল খেলবে কলকাতার তিন প্রধান। গত মরসুমে আই লিগ জিতে যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।
WE’RE APPROACHING THAT TIME OF THE YEAR AGAIN! 😎🙌#ISL 2024-25 starting on September 13 LIVE only on @JioCinema & @Sports18! #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 | @IndianFootball pic.twitter.com/xJIgYNtffF
— Indian Super League (@IndSuperLeague) August 10, 2024
প্রসঙ্গত, গত মরসুমে লিগ পর্যায়ে এক নম্বরে শেষ করে লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তার সুবাদেই এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League)খেলবে তারা। সেই কারণেই জেমি ম্যাকলারেনের মতো ফুটবলার সই করিয়ে দলের শক্তি বাড়িয়েছে সবুজ-মেরুন। লিগ-শিল্ড বাগান জিতলেও আইএসএল কাপ তাদের হারিয়ে জিতেছিল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবারও তারা অন্যতম ফেভারিট দল। অন্যদিকে ৯ নম্বরে শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার শক্তি বাড়িয়েছে তারাও। কার্লেস কুয়াদ্রাতের দলের এবারের লক্ষ্য আইএসএল ট্রফি জয়।
দেখুন অন্য খবর: