প্যারিস: অলিম্পিক্সে শুরুটা দারুণ হল ভারতের। দেশের মহিলা তিরন্দাজ দল কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল সরাসরি। যোগ্যতা অর্জন পর্বে ভারত চতুর্থ স্থানে শেষ করায় শেষ আটে খেলতে নামবেন অঙ্কিতা ভকত (Ankita Bhakat), ভজন কৌর (Bhajan Kaur) এবং দীপিকা কুমারী (Deepika Kumari)। প্রথম তিন স্থান দখল করেছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, চীন এবং মেক্সিকো।
আরও পড়ুন: ২৯ জুলাই শহরে পা দিচ্ছেন বাগান কোচ মোলিনা
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুলাই। তবে কিছু প্রতিযোগিতা আগেই শুরু হয়ে গিয়েছে, যাতে সময়ে শেষ করা যায়। বৃহস্পতিবার ছিল মহিলা তিরন্দাজদের দলগত এবং ব্যক্তিগত র্যাঙ্কিং ইভেন্ট (Ranking Event)। এই ইভেন্টে মোট ১৯৮৩ পয়েন্ট সংগ্রহ করেন ভারতের মেয়েরা। তাঁদের মধ্যে সবথেকে বেশি ৬৬৬ পয়েন্ট অঙ্কিতার, ৬৫৯ ভজনের এবং ৬৫৮ দীপিকার।
BIG Update folks
Archery: India have advanced into QF of Women’s team event at Paris Olympics.
In the ranking round, Indian trio of Deepika, Ankita & Bhajan scored 1983 pts to finish 4th in ranking round.
Top 4 proceed directly to QF. #ArcheryInParis #Archery… pic.twitter.com/HZroW4Tmae
— India_AllSports (@India_AllSports) July 25, 2024
প্রথম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া (South Korea) স্কোর করেছে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় চীনের (China) সংগ্রহ ১৯৯৬ এবং তৃতীয় স্থানে থাকা মেক্সিকোর (Mexico) ১৯৮৬ পয়েন্ট। আর চার পয়েন্ট বেশি পেলে তিনে থাকত ভারত। তবে তিন নম্বরে শেষ করলে কোয়ার্টারে চীনের বিরুদ্ধে খেলতে হত ভারতকে, চারে শেষ করায় খেলতে হবে ফ্রান্স এবং নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে দক্ষিণ কোরিয়ার।