কলকাতা: ৩ সেপ্টেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) নির্ঘণ্ট ঘোষণা করেছে আইসিসি (ICC)। এবার ফাইনাল খেলা হবে লর্ডসের মাঠে (Lord’s Cricket Ground)। ২০২৫ সালের ১১-১৫ জুন হবে এই ম্যাচ, রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ১৬ জুনকে। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে, ফাইনাল খেলবে তারাই।
এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে ভারত (India), দুইয়ে অস্ট্রেলিয়া (Australia)। কোনও অঘটন না হলে রোহিত শর্মাদের (Rohit Sharma) ফাইনাল খেলা নিশ্চিত। ২০২৩-২৫ চক্রে আরও ১০টি টেস্ট ম্যাচ খেলবেন তাঁরা। বাংলাদেশের বিরুদ্ধে দুটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিরুদ্ধে পাঁচটি টেস্ট রয়েছে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে আত্মতুষ্টি ও এসজি বলই ভয়: লিটন
এই ১০টি টেস্ট জিতলে সর্বোচ্চ ৮৫.০৮ শতাংশ পয়েন্ট পাবে টিম ইন্ডিয়া। তবে ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ১০টির মধ্যে আটটি টেস্ট জিতলেই চলবে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া যদি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে ৪-১ ফলে হারায় তাহলে তাদেরও ফাইনাল নিশ্চিত। অবশ্য ভারত যদি নিউজিল্যান্ডকে তিন টেস্টের সিরিজে ৩-০ হারিয়ে দেয় তাহলে অজিদের বেশি কষ্ট করতে হবে না।
পাকিস্তানকে ২-০ হোয়াইটওয়াশ করে আচমকাই চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে তাদের ফাইনালে ওঠার অঙ্ক বড়ই জটিল। বাকি চারটি টেস্টের চারটি জিতলেও প্রথম তিন দলের পয়েন্ট নষ্ট করার জন্য বসে থাকতে হবে। নিউজিল্যান্ডের কাজও কঠিন, বাকি আটটি টেস্টের সাতটি জিততে হবে তাদের। তার মধ্যে তিনটি ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে। সুতরাং আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়াই হতে চলেছে।
দেখুন অন্য খবর: