কলকাতা: ২০২৫ সালের আইপিএলের মেগা (IPL 2025) নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। তা খানিকটা এগিয়ে আনা হল। ২৪ এবং ২৫ নভেম্বর, দু’দিন ধরে দেশ-বিদেশের ক্রিকেট তারকার মূল্য এবং ভাগ্য নির্ধারণ হবে। এবার ভারত নয়, নিলাম অনুষ্ঠান হবে সৌদি আরবের (Saudi Arabia) বন্দর শহর জেদ্দায় (Jeddah)। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, রিয়াধে নিলাম হবে। দিনক্ষণের মতো ভেন্যুও পরিবর্তিত হল। জেদ্দার আবাদি আল জোহর এরিনায় হবে সম্পূর্ণ কর্মকাণ্ড।
এও জানা গিয়েছে, নিলাম অনুষ্ঠানে আগত অতিথিদের রাখা হবে আবাদি আল জোহর এরিনা থেকে ১০ মিনিটের দূরত্বে অবস্থিত বিলাসবহুল সাংগ্রি-লা হোটেলে। ভিসা সহ অতিথিদের সমস্ত ধরনের ব্যয়ভার বহন করবে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআই (BCCI) জানিয়েছে, নিলামে নথিভুক্ত করা হয়েছে ১৫৭৪ জন খেলোয়াড়ের নাম। এদের মধ্যে ক্যাপড ৩২০ জন, আনক্যাপড ১২২৪ জন এবং আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের ৩০ জন ক্রিকেটার।
আরও পড়ুন: ২০৩৬ সালের অলিম্পিক্স হবে ভারতে? জেনে নিন বড় আপডেট
গত ৩১ অক্টোবর সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় রেখে বাকিদের ছেড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। পঞ্জাব কিংস ধরে রেখেছে মাত্র দুজনকে তাও তাঁরা অনামী। ফলে আসন্ন নিলামে নাম এবং দাম উঠবে একাধিক তারকা ক্রিকেটারের। এঁদের মধ্যে সবার আগে নাম আসবে ঋষভ পন্থের (Rishabh Pant)। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক পন্থের মূল্য আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও কেকেআরের প্রাক্তন নেতা শ্রেয়স আইয়ার, লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক কে এল রাহুলকে নিয়েও বিস্তর টানাটানি হবে। ঈশান কিষান, অর্শদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ারদের উপরেও নজর থাকবে।