বরোদা: ঈশান কিষানকে (Ishan Kishan) নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে। লাগাতার ভালো পারফর্ম্যান্স সত্ত্বেও জাতীয় দলে তাঁর না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছিলেন, ঈশান কিছুদিনের ছুটি চেয়েছিলেন এবং বিসিসিআই তা মঞ্জুর করেছে। দলে ফিরতে তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। এদিকে জল্পনা উঠেছিল যে শৃঙ্খলাভঙ্গের কারণে নাকি ঈশান বাদ পড়েছেন। দ্রাবিড় অবশ্য সেই জল্পনা উড়িয়ে দেন।
এই ডামাডোলের মাঝেই যেটা সবার প্রশ্ন ছিল যে ঈশান এখন কোথায় এবং কী করছেন। অবশেষে তার উত্তর পাওয়া গেল। বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে (Kiran More Academy) অনুশীলন করতে দেখা গেল তাঁকে। আর মাস দেড়েকের মধ্যে আইপিএল শুরু। তার প্রস্তুতি নিতেই অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: কোহলির না থাকা বিশ্ব ক্রিকেটের ক্ষতি: নাসের হুসেন
দিন দুয়েক আগে দ্রাবিড় বলেছিলেন, “প্রত্যেকের এবং সবার ফেরার রাস্তা আছে। ঈশান কিষানকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা আগে যতটা ভালো করে সম্ভব ব্যাখ্যা করেছি যে ও ছুটি চেয়েছিল, আমরা ছুটি দিয়েছিলাম।” ঈশানের ফেরা নিয়ে দ্রাবিড় বলেন, “ও যখন তৈরি থাকবে তখন ডাকা হবে। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, আমি বলেছি যখন ও তৈরি থাকবে। ওকে খানিকটা ক্রিকেট খেলে ফিরতে হবে। এবার ওকে বেছে নিতে, আমরা জোর করছি না।”
প্রশ্ন হল, ভারতের যে আন্তর্জাতিক সূচি তাতে ঘরোয়া ক্রিকেট খেলা ছাড়া আর কোনও পথ ঈশানের জন্য খোলা নেই। আর আছে আইপিএল (IPL 2024), কিন্তু তা টেস্ট সিরিজের পরে, ফলে জাতীয় দলে এখনই কামব্যাক করা হবে না ঈশানের। এদিকে ভরত ব্যাট হাতে দিনের পর দিন ছড়িয়ে চলেছেন। দ্রাবিড় নিজেই স্বীকার করেছেন, ব্যাটিং আরও ভালো হতে পারত তাঁর।