ওয়েব ডেস্ক: আইপিএলের ছ’ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শুরুটা একেবারেই ভালো হয়নি। চার ম্যাচে শুধুমাত্র একটা জয়। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। তবে দুর্দিন হয়তো কাটতে চলেছে, কারণ সোমবার আরসিবির (RCB) বিরুদ্ধে ফিরতে পারেন বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এদিন দেখা যেতে পারে বুমরা বনাম বিরাট কোহলি দ্বৈরথ।
বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) শেষ টেস্টের মাঝপথ থেকে সরে গিয়েছিলেন বুমরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। গত শনিবার মুম্বই শিবিরে যোগ দিয়েছেন এবং জানা গিয়েছে বুমরাকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসকরা। ইতিমধ্যেই দলের সঙ্গে দু’টি ট্রেনিং সেশন করেছেন বুমরা।
আরও পড়ুন: জিততেই হবে! যুবভারতীতে মোহনবাগানের অগ্নিপরীক্ষা
আরসিবি এবার ভালো শুরু করেছে। তিন ম্যাচ খেলে জিতেছে দুটো এবং হেরেছে একটা। কোহলিরা জয়ের ফিরতে মরিয়া কিন্তু বুমরা ছন্দ ফিরে পেলে মুশকিল। কারণ বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর রেকর্ড দারুণ। আরসিবি-র বিরুদ্ধে ১৯ ইনিংসে ২৯টি উইকেট পেয়েছেন বুম বুম বুমরা।
বিরাট এবং বুমরার দ্বৈরথেও এগিয়ে ভারতীয় পেসার। দুই তারকা একে অন্যের মুখোমুখি হয়েছেন ১৬টি ইনিংসে। কোহলি ১৪৭.৩৬ স্ট্রাইক রেটে মাত্র ১৪০ করেছেন এবং বুমরার বলে আউট হয়েছেন ছ’বার। অবাক করার মতো বিষয় হল, বুমরার আইপিএলের অভিষেক ম্যাচ ছিল আরসিবির বিরুদ্ধেই এবং প্রথমবারেই কোহলিকে আউট করেন তিনি।
দেখুন অন্য খবর: