লন্ডন: ২০২৩-এর পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে। উইম্বলডনের (Wimbledon 2024) ফাইনালে আবারও মুখোমুখি নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। শুক্রবার দিনের প্রথম সেমিফাইনালে দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) হারিয়ে ফাইনালে ওঠেন তৃতীয় বাছাই আলকারাজ। তারপর লোরেঞ্জো মুসেত্তিকে (Lorenzo Musetti) হারিয়ে তাঁর মুখোমুখি হলেন জকোভিভ। মুখে না বললেও, গত বছরের হারের শোধ নিতে বদ্ধপরিকর সার্বিয়ান টেনিস তারকা।
অথচ এবার উইম্বলডনে আদৌ খেলবেন কি না তিনি নিজেই জানতেন না। সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। তিনি সূচি প্রকাশের অপেক্ষা করছিলেন। অনুশীলন করে বিশ্বাস জন্মায় শুধু খেলা নয়, উইম্বলডনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। শেষ পর্যন্ত ফাইনালে এসে পড়েছেন। তবে ফাইনালে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে তিনি। জকোভিচের লড়াই আরও কঠিন করবে সেন্টার কোর্টের দর্শক।
আরও পড়ুন: আনোয়ার আলিকে নিয়ে মাঠের বাইরে ‘কলকাতা ডার্বি’!
জকোভিচের সঙ্গে সেন্টার কোর্টের দর্শকদের আচমকাই এক টানাপোড়েন শুরু হয়েছে। শেষ ষোলোয় হোলগার রুনের বিরুদ্ধে ম্যাচে জকোভিচের মনে হয়েছিল, কিছু দর্শক তাঁকে বুউউ অর্থাৎ বিদ্রুপ করছে। কিন্তু তাঁকে জানানো হয়, আসলে রুনের তারিফ করা হয়েছে। কিন্তু সার্বিয়ান তারকা তা মেনে নেননি।
তার জের দেখা গেল সেমিফাইনালে। মুসেত্তিকে হারানোর পরেই দর্শকদের একাংশ ফের বিদ্রুপ করতে শুরু করেন। রবিবার সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে জোকারকে নিশ্চয়ই ছেড়ে কথা বলা হবে না। তিনি ট্রফি জিতে জবাব দিতে পারেন কি না সেটাই দেখার।
দেখুন অন্য খবর: