বার্লিন: ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা দখলের লড়াই আজ, সম্মুখ সমরে স্পেন এবং ইংল্যান্ড (Spain vs England)। স্পেন এই প্রতিযোগিতায় তিনবারের বিজয়ী, চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের। অন্যদিকে ইউরো কাপ কোনও দিনও জেতা হয়নি ইংল্যান্ডের। সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ববি মুরের (Bobby Moore) দল। তারপর থেকে ট্রফিহীন ‘ফুটবলের জনক’ দেশ, তিন বছর আগে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল।
টুর্নামেন্ট শুরুর আগে খাতায় কলমে অন্যতম ফেভারিট ছিল গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) ইংল্যান্ড। স্পেনকে নিয়ে সেভাবে আলোচনা হয়নি। আজ ফাইনালের আগে চিত্রটা সম্পূর্ণ উল্টো। লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente) স্প্যানিশ দলটায় যেন জাদু করেছেন। ১৬ বছরের লামিনে ইয়ামাল (Lamine Yamal), ২২ বছর বয়সি নিকো উইলিয়ামস (Nico Williams) প্রতিপক্ষ রক্ষণে ত্রাস সৃষ্টি করছেন। এবারের ইউরোর সেরা দল তারাই তাতে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে নিয়ে পোস্ট করে হাসির খোরাক বাবর
In three words: what will happen? 💬#EURO2024 | #ESPENG pic.twitter.com/r5PMYwaSQg
— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024
অন্যদিকে প্রতিভা থাকা সত্ত্বেও বিরক্তিকর ফুটবল খেলেছে সাউথগেটের ছেলেরা। সাউথগেট নিজে সবথেকে বেশি সমালোচিত হয়েছেন। কিছুটা সৌভাগ্যের সাহায্যেই আজ ফাইনালে উঠেছে তারা। তবে সেমিফাইনালের প্রথমার্ধে ইংল্যান্ডের খেলা দেখে সত্যিকারের বড় দল মনে হয়েছে। আজ তবু স্পেন ফেভারিট। ইংল্যান্ড কোচও সে কথা মেনে নিয়েছেন।
অন্যদিকে প্রতিপক্ষকে অত্যন্ত সমীহ করছেন স্প্যানিশ কোচ। তিনি ইংল্যান্ড দলের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা সম্পর্কে ভালো করেই অবহিত। আজ ফাইনালে তাই যে কেউ জয়ী হয়ে উঠতে পারে। জ্বলে উঠতে পারেন যে কেউ, বুকায়ো সাকা (Bukayo Saka) কিংবা ইয়ামাল, নিকো উইলিয়ামস কিংবা ফিল ফোডেন (Phil Foden), দানি ওলমো (Dani Olmo) কিংবা জুড বেলিংহ্যাম (Jude Bellingham)।
দেখুন খবর: