মুম্বই: র্যাঙ্ক টার্নারে কামাল করলেন ভারতের স্পিনাররা। নিউজিল্যান্ডকে বেঁধে ফেললেন ২৩৫ রানের মধ্যে। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিলেন পাঁচ উইকেট, চারটি নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। দিনের প্রথম উইকেটটা নিয়েছিলেন আকাশ দীপ। খানিকটা আশ্চর্যের বিষয়, ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে ১৪ ওভার হাত ঘুরিয়ে একটিও উইকেট পেলেন না দেশের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
প্রথম দিন থেকেই বল ঘুরছে। এখানে টস জিতেছে নিউজিল্যান্ড। ভারতের লক্ষ্য হবে বড় রান করা যাতে চতুর্থ ইনিংসে এই পিচে ব্যাট না করতে হয়। চতুর্থ ইনিংসে ১৫০ রান তাড়া করাও কিন্তু কঠিন হবে।
আরও পড়ুন: মুম্বই টেস্টে কেন খেলছেন না বুমরা এবং স্যান্টনার?
Innings Break!
Solid bowling display from #TeamIndia! 💪 💪
5⃣ wickets for Ravindra Jadeja
4⃣ wickets for Wahsington Sundar
1⃣ wicket for Akash DeepScorecard ▶️ https://t.co/KNIvTEy04z#TeamIndia | #INDvNZ | @imjadeja | @Sundarwashi5 | @IDFCFIRSTBank pic.twitter.com/H91914qtgt
— BCCI (@BCCI) November 1, 2024
নিউজিল্যান্ডের হয়ে বড় রান করলেন ড্যারিল মিচেল এবং উইল ইয়ং। মিচেল ১২৯ বলে ৮২ করলেন, তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং তিনটি ছয়। চারটি চার এবং দুটি ছয় সহ ১৩৮ বলে ৭১ করেছেন ইয়ং। অধিনায়ক টম ল্যাথাম ২৮ করে সুন্দরের বলে বোল্ড হলেন। বেঙ্গালুরু টেস্টে দুরন্ত সেঞ্চুরি করা রাচীন রবীন্দ্র ফের ব্যর্থ। এই সিরিজে তাঁকে পরপর তিনবার আউট করলেন সুন্দর। ল্যাথামের আউটের ধরনেই অফস্টাম্প উড়ল তাঁর।
রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল কেমন গতিতে ইনিংস সাজান সেটাই দেখার। চোটের জন্য মিচেল স্যান্টনার নেই। তবে লেগস্পিনার ইশ সোধি এবং বাঁ-হাতি অফস্পিনার এজাজ প্যাটেল আছেন। স্পিন বিভাগে সাহায্য করার জন্য রাচীন এবং গ্লেন ফিলিপস আছেন। দুই পেসার তো আছেনই।
দেখুন অন্য খবর: