কলকাতা: আজ কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। আজ লর্ডসের (Lords) মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড (England)। অ্যান্ডারসন অনেকদিন আগেই (মার্চ, ২০২৪) ঘোষণা করে দিয়েছিলেন, লর্ডস টেস্টই তাঁর শেষ।
১৮৮তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ইংলিশদের আদরের জিমি। আগের ১৮৭ টেস্টে নিয়েছেন ৭০০ উইকেট। পেসারদের মধ্যে তিনিই প্রথম ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। সব মিলিয়ে মুথাইয়া মুরলীধরন (Muttiah Murlitharan) এবং শেন ওয়ার্নের (Shane Warne) পর তৃতীয় স্থানে আছেন। মুরলীর ৮০০ উইকেটের কীর্তি স্পর্শ করা অসম্ভব, কিন্তু ওয়ার্নের ৭০৮ কিন্তু নাগালের মধ্যেই।
আরও পড়ুন: টগবগে ডাচরা, অধিনায়ককে নিয়ে চিন্তা ইংল্যান্ডের
দুই ইনিংস মিলিয়ে আট উইকেট পেলেই অজি কিংবদন্তির সঙ্গে একাসনে বসবেন আর নয় উইকেট পেলে ছাপিয়ে যাবেন। টেস্ট ক্রিকেটকে ভালবেসে ওডিআই এবং টি২০ ছেড়ে দিয়েছিলেন অ্যান্ডারসন। সে কারণেই ৪১ বছর অবধি টানতে পেরেছেন। তাঁর বার্তা, নতুন প্রজন্মও যেন বেশি করে টেস্ট ক্রিকেট খেলে।
অ্যান্ডারসন বলেছেন, “আমি আজ যা হয়েছি, তার একমাত্র কারণ টেস্ট ক্রিকেট। আমি জানি চার ওভার (টি২০ ক্রিকেট) বল করে তোমরা প্রচুর অর্থ রোজগার করতে পারবে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বাউন্ডারিতে ধরা আউট থেকে ব্যাটারকে একটা ওভার চাপে ফেলে আউট করার আনন্দ অনেক বেশি। আশা করব এখনও সেরকম তরুণরা আছে যারা ডলারের পিছনে না ছুটে আমার মতো ভাবে।”