কলম্বো: বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীলঙ্কার (Sri Lanka) বিশ্বজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা (Arjuna Ranatunga)। শ্রীলঙ্কান ক্রিকেটে এই মুহূর্তে তুমুল ডামাডোল চলছে। ভারতের কাছে বিশ্রী হারের পর গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রী। সরকারি হস্তক্ষেপের কারণে আবার শ্রীলঙ্কান বোর্ডকে নির্বাসিত করেছে আইসিসি (ICC)। সবমিলিয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দ্বীপরাষ্ট্রের ক্রিকেট। রণতুঙ্গার দাবি, এই বিপর্যয়ের জন্য দায়ী বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।
রণতুঙ্গা বলেন, “শ্রীলঙ্কা ক্রিকেট আধিকারিকদের জয় শাহের যোগাযোগের কারণে ওরা (বিসিসিআই) ভাবছে এসএলসিকে নিয়ন্ত্রণ এবং পদদলিত করতে পারে। জয় শাহ শ্রীলঙ্কার ক্রিকেটকে (SLC) ধ্বংস করছেন। ভারতের একটা লোক শ্রীলঙ্কান ক্রিকেটকে ধ্বংস করছে।” প্রাক্তন অধিনায়ক এও বলেন, “ওঁ ওঁর বাবার জন্যই ক্ষমতাশালী, যে কি না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।”
আরও পড়ুন: বাবা মৎস্যজীবী, বিশ্বকাপে নজর কাড়লেন বসিরহাটের জিন্না
Arjuna Ranatunga- Sri Lanka cricket is maintained and destroyed by India’s Jay shah ( son of Amit Shah ) He is the one who appointed Saurav Ganguly as BCCI president & later asked him to join politics, Ganguly refused it and then he sacked Ganguly. If you want translate this in… pic.twitter.com/96l88856TS
— Nibraz Ramzan (@nibraz88cricket) November 7, 2023
গত সপ্তাহে লঙ্কানদের ক্রিকেটে অনেক কিছু ঘটে গিয়েছে। বিশ্বকাপে ভারতের কাছে শোচনীয় হার তো হয়েছিলই, অন্য দলগুলোর বিরুদ্ধেও দাসুন শনকাদের (Dasun Shanaka) পারফরম্যান্স খারাপ ছিল। ১০ দলের মধ্যে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করে ৯ নম্বরে শেষ করেছে। বলা বাহুল্য, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে। এরপর শুরু হয় সরকারি হস্তক্ষেপ।
ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্ঘে এসএলসি বোর্ডকে বরখাস্ত করে রণতুঙ্গার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেন। কিন্তু একদিন পরেই এই সিদ্ধান্তের উপর ১৪ দিনের স্থগিতাদেশ দিয়ে বোর্ডকে পুনঃস্থাপন করে আদালত। এর দু’দিন পরে ফের ধাক্কা। অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের দায়ে এসএলসিকে নির্বাসিত করে আইসিসি।