কলকাতা: আইসিসির (ICC) চেয়ারম্যান পদে বসতে চলেছেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। মঙ্গলবার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে (Greg Barclay) জানিয়ে দিয়েছিলেন, আগামী নভেম্বরে মেয়াদ শেষ হলেই সরে দাঁড়াবেন তিনি। সূত্রের খবর, তারপরেই ওই পদে বসতে চলেছেন জয় শাহ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারপার্সন মাইক বেয়ার্ড (Mike Baird) সহ আইসিসির ডিরেক্টরদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্কলে জানিয়ে দিয়েছেন, তৃতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান পদে থাকতে চান না তিনি। অবশ্য এই সিদ্ধান্তের গ্রহণের আগে তিনি জানতেন, বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে বসার ইচ্ছে রয়েছে অমিত শাহের পুত্রের। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সমর্থন আছে তাঁর সঙ্গে, কাজেই পাল্লা ভারী।
আরও পড়ুন: বিশ্বকাপের ‘পিচ রিপোর্ট’ দিল ICC, ক্ষোভ সেমিফাইনাল নিয়ে!
২০২০ সালে আইসিসির চেয়ারম্যান পদে বসেছিলেন বার্কলে, ২০২২ সালে পুনর্নির্বাচিত হন তিনি। কিন্তু এবারে আর নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। আইসিসির মুখপাত্র বলেছেন, প্রার্থী যদি একজনের বেশি হয় তবে বর্তমান ডিরেক্টরদের আগামী ২৭ অগাস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। তারপর ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে যার কার্যকাল শুরু হবে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে।
আইসিসির এখনকার নিয়মানুযায়ী, চেয়ারম্যান নির্বাচনে মোট ১৬টি ভোট পড়ে, তার মধ্যে ৯টি (৫১ শতাংশ) ভোট যার পক্ষে পড়বে তিনিই বিজয়ী। আগে জিততে হলে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হত। এই নির্বাচনে দাঁড়ালে জয় শাহের জেতার সম্ভাবনা প্রবল।
দেখুন অন্য খবর: